আন্তর্জাতিক ডেস্ক: সড়কে গাড়ি থামিয়ে তাতে থাকা এক ফিলিস্তিনি দম্পতিকে আটক করেছে ইসরায়েলি বাহিনী। ঘটনা এখানেই শেষ নয়; গাড়িতে তারা ফেলে যায় ওই দম্পতির দুই দুধের শিশুকে। পরে শিশু দু’টি গাড়িতে একাকী ভয়ে কাঁদতে থাকে।
বৃহস্পতিবার গভীর রাতে ঘটনাটি ঘটে অধিকৃত আলকুদস (জেরুসালেম) নগরীর তেল বুয়ুতের একটি চেকপয়েন্টে।
ফিলিস্তিনের একাধিক সংবাদমাধ্যমের সূত্রে আলজাজিরা জানায়, শিশু দু’টির কান্না দেখে তখনই এক পথচারী হৃদয়বিদারক দৃশ্যটির ভিডিও ধারণ করেন। তিনি যখন শিশু দু’টিকে দেখেন, তখন রাত গভীর। তারা উভয়েই গাড়িতে একাকী ভীষণভাবে কাঁদছিল। সেখানে ছিল না কেউ।
ফিলিস্তিনি মিডিয়ার মতে- ওই দম্পতির কাছে নগরীতে প্রবেশের অনুমোদনপত্র ছিল না- এ কারণে সড়ক থেকে তাদের আটক করে নিয়ে যাওয়া হয়।
ঘটনাটি ঘটে আনাস আফফানাহ নামে সুর বাহের এলাকার এক যুবক ও তার স্ত্রীর সাথে।
ঘটনার সময় শিশু দু’টির কান্নার আওয়াজে গাড়ির পাশে বেশ সংখ্যক ফিলিস্তিনি নাগরিক জড়ো হয়। তারা যে যা পারে নিজেদের মতো করে তাদেরকে সহযোগিতা করে। পরে অবশ্য শিশু দু’টির মা-বাবাকে ছেড়ে দেয়া হয়।
সূত্র: আলজাজিরা
যুক্তরাষ্ট্রকে বুড়ো আঙ্গুল দেখিয়ে এখনও রাশিয়া থেকে তেল কিনছে যেসব দেশ
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।