জুমবাংলা ডেস্ক : বরিশালে নিষেধাজ্ঞার মধ্যে ইলিশ বহনের দায়ে আলমগীর ও মানষ নামে দুই বিমান যাত্রীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (৭ অক্টোবর) বরিশাল বিমানবন্দর কর্তৃপক্ষ ইলিশসহ তাদেরকে আটক করে।
জেলা মৎস্য কর্মকর্তা (ইলিশ) বিমল চন্দ্র দাস বিষয়টি নিশ্চিত করে বলেন, সকালে বরিশাল বিমানবন্দরে আসেন দুই যাত্রী। তাদের কার্টন স্ক্যান করে আটটি ইলিশ পাওয়া যায়। নিষিদ্ধ সময়ে ইলিশ বহনের দায়ে তাদেরকে আটক করে বরিশাল মহানগরের এয়ারপোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
পুলিশ দুই যাত্রীকে বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) ভ্রাম্যমাণ আদালতে হাজির করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও নুসরাত ফাতিমা দুইজনকে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।