বিনোদন ডেস্ক : দুনিয়ার সবচেয়ে সুন্দরী নারী বেলা হাদিদ। অন্তত গণিতের হিসাব-নিকাশ তাই বলছে। প্রাচীন গ্রিক গণিত অনুসারে সৌন্দর্য্যের পরিমাপ করা হয় ‘গোল্ডেন রেশিও অব বিউটি পাই স্ট্যান্ডার্ড’ দিয়ে। এ পরিমাপে সবচেয়ে বেশি ৯৪.৩৫ শতাংশ নম্বর পেয়েছেন ২৩ বছর বয়সী এই সুপার মডেল।
বিশেষজ্ঞরা মূলত তারকাদের মুখসহ বিভিন্ন অঙ্গের মাপ নিয়ে এই রায় দিয়েছেন। ‘গোল্ডেন রেশিও অব বিউটি পাই স্ট্যান্ডার্ড’-এ বেলার পরেই আছেন গায়িকা বিয়ন্সে। তাঁর স্কোর ৯২.৪৪। এরপর সেরা সুন্দরীর তালিকার সেরা পাঁচে আছেন যথাক্রমে আম্বার হার্ড, আরিয়ানা গ্রান্দে ও টেইলর সুইফট। গণিতের জটিল হিসাব-নিকাশের মাধ্যমে সেরা সুন্দরী খোঁজার কাজটির সঙ্গে যুক্ত ছিলেন ডক্টর হুলিয়ান ডি সিলভা। যিনি একজন ফেসিয়াল কসমেটিক ও প্লাস্টিক সার্জারি বিশেষজ্ঞ।
ডক্টর হুলিয়ান বলেন, ‘বেলা তাঁর নিখুঁত থুতনির কারণে সবার চেয়ে এগিয়ে গেছে। কিন্তু তাঁর সব কিছুই সমান ভালো নয়। আমাদের গবেষণায় সবচেয়ে নিখুঁত চোখ স্কারলেট জোহানসনের। শারীরিক গঠনে বিয়ন্সে অনেক এগিয়ে থাকলেও কপাল ও ঠোঁটের কারণে পিছিয়ে গেছেন। সার্বিকভাবে সবার চেয়ে এগিয়ে আছেন বেলা।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।