স্পোর্টস ডেস্ক : দুবাইয়ে নির্মাণ হচ্ছে ৬৪ তলাবিশিষ্ট আকাশচুম্বী ভবন ওয়াসল টাওয়ার।শেখ জায়েদ রোডে অবস্থিত এ ভবন লম্বায় ৩০০ মিটারের বেশি। ২০২৪ সালের দ্বিতীয় প্রান্তিক নাগাদ এটি খুলে দেয়ার সম্ভাবনা রয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, চমত্কার পেঁঁচানো নকশার ভবনটি উন্মুক্ত হলে এটি দুবাইয়ের আইকনিক ভবনগুলোর মধ্যে অন্যতম হয়ে উঠবে।
ওয়াসল প্রকল্পের পরিচালক মোহাম্মদ আল হাশিমি বলেন, কাজ সম্পূর্ণ হওয়ার পর এটি হবে দুবাইয়ের অন্যতম লম্বা ও আইকনিক ভবন। আমরা বিলাসবহুল পর্যটন বাজারকে লক্ষ্য ধরে কাজ করছি। পাশাপাশি মধ্যম মানের পর্যটকদের কথাও মাথায় রাখা হচ্ছে। যখন পর্যটকরা এ ভবনে ঘুরতে আসবেন, তখন একটি আরামদায়ক পরিবেশ পাবেন।
ভবনটিতে থাকবে ২২৯টি আবাসিক ইউনিট, ২৫৮টি হোটেল রুম, সেই সঙ্গে থাকবে ১ লাখ ৮৫ হাজার ৩৪৫ বর্গফুটের অফিস স্পেস এবং পার্কিংয়ের জন্য নির্ধারিত থাকবে ১১টি তলা। ভবনটি নির্মাণে কাজ করছেন সাড়ে পাঁচ হাজারের বেশি নির্মাণ শ্রমিক।
প্রকল্পটিকে ফ্ল্যাগশিপ উল্লেখ করে আল হাশিমি বলেন, আমরা সবসময় মাঝারি পর্যায়ের ভবন নির্মাণ করে থাকি। এবারই প্রথম আকাশচুম্বী বহুতল ভবনের কাজে হাত দিয়েছি। শহরের ঠিক প্রাণকেন্দ্রে অবস্থিত এ ভবনে বিলাসবহুল বাসভবন ও অফিস নির্মাণের সব ধরনের সুযোগ-সুবিধা থাকবে। এটি অন্য দেশের মানুষকে দুবাইয়ে ব্যবসা ও বেড়াতে আসতে উৎসাহিত করবে।
এরই মধ্যে ৫৬ তলা পর্যন্ত ভবনের অবকাঠামো নির্মাণ হয়ে গিয়েছে।সামনের অংশসহ মূল অবকাঠামো দাঁড়িয়েছে ১৩ তলা পর্যন্ত। বুর্জ খলিফার কাছে অবস্থিত এ ভবনের সঙ্গেই লাগোয়া মেট্রো স্টেশন। এটি এমনভাবে নকশা করা হয়েছে যে প্রতিটি দিককেই সম্মুখমুখী মনে হয়। এ বৈশিষ্ট্যই ওয়াসল টাওয়ারকে অন্যান্য ভবনের চেয়ে আলাদা করেছে।
উপস্থাপিকার পোশাক নিয়ে মীর সাব্বিরের বিস্ফোরক মন্তব্য, নেটদুনিয়ায় তোলপাড়
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।