সাধারণত আইফোনের তুলনায় এন্ড্রয়েড স্মার্টফোনের ব্যাটারি অনেক বেশি টেকসই হয়ে থাকে। আজ জুম বাংলার পাঠকের জন্য এমন তিনটি এন্ড্রয়েড ফোনের বিবরণ তুলে ধরা হবে যা আকর্ষণীয়, স্বল্প বাজেটে পাওয়া সম্ভব এবং এসব হ্যান্ডসেটে শক্তিশালী ব্যাটারি দেওয়া হয়েছে।
Tecno Pop 5 Pro
এই স্মার্টফোনে এ লিথিয়াম আয়নের ৬০০০ মেগাহার্জের ব্যাটারি ইন্সটল করা হয়েছে। এন্ড্রয়েড ১১ অপারেটিং সিস্টেম দ্বারা স্মার্টফোনটি পরিচালিত হবে। মিডিয়াটেক হেলিও এ২২ এর কোয়াড কোর চিপসেট ব্যবহার করা হয়েছে। পাশাপাশি ৩ জিবি র্যাম এবং ৩২ জিবি ইন্টার্নাল স্টোরেজ পেয়ে যাবেন। স্মার্টফোনটির ডিসপ্লের সাইজ ৬.৫২ ইঞ্চি। রেজুলেশন হচ্ছে ৭২০ গুন ১৬০০ পিক্সেল। হ্যান্ডসেটের সামনের দিকে ৫ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা ইন্সটল করা রয়েছে। স্মার্টফোনটির প্রাইমারির ক্যামেরা ৮ মেগাপিক্সেল। স্মার্টফোনটির দাম ৮ হাজার রুপি ও ১২ হাজার টাকা।
Itel P38
এই স্মার্টফোনে এ লিথিয়াম আয়নের ৬০০০ মেগাহার্জের ব্যাটারি ইন্সটল করা হয়েছে। এন্ড্রয়েড ১১ অপারেটিং সিস্টেম দ্বারা স্মার্টফোনটি পরিচালিত হবে। ১.৬ গিগাহার্জের কোয়াড কোর চিপসেট ব্যবহার করা হয়েছে। পাশাপাশি ২ জিবি র্যাম এবং ৬৪ জিবি ইন্টার্নাল স্টোরেজ পেয়ে যাবেন। স্মার্টফোনটির ডিসপ্লের সাইজ ৬.৮ ইঞ্চি। ডিসপ্লেতে এইচডি প্লাস রেজুলেশন দেওয়া হয়েছে। হ্যান্ডসেটের সামনের দিকে ৫ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা ইন্সটল করা রয়েছে। স্মার্টফোনটির প্রাইমারির ক্যামেরা ১৩ মেগাপিক্সেল। স্মার্টফোনটির দাম ৬ হাজার রুপি ও ৮ হাজার টাকা।
Tecno Pova Neo
এই স্মার্টফোনে এ লিথিয়াম আয়নের ৬০০০ মেগাহার্জের ব্যাটারি ইন্সটল করা হয়েছে। এন্ড্রয়েড ১১ অপারেটিং সিস্টেম দ্বারা স্মার্টফোনটি পরিচালিত হবে। মিডিয়াটেক হেলিও জি২৫ এর অক্টাকোর চিপসেট ব্যবহার করা হয়েছে। পাশাপাশি ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি ইন্টার্নাল স্টোরেজ পেয়ে যাবেন। দ্বিতীয় ভ্যারিয়েন্ট এ ৬ জিবি র্যাম এবং ১২৮ জিবি ইন্টার্নাল স্টোরেজ দেওয়া হয়েছে। স্মার্টফোনটির ডিসপ্লের সাইজ ৬.৮ ইঞ্চি। রেজুলেশন হচ্ছে ৭২০ গুন ১৬৪০ পিক্সেল। হ্যান্ডসেটের সামনের দিকে ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা ইন্সটল করা রয়েছে। স্মার্টফোনটির প্রাইমারির ক্যামেরা ১৩ মেগাপিক্সেল। স্মার্টফোনটির দাম ১২ হাজার রুপি ও ১৬ হাজার টাকা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।