জুমবাংলা ডেস্ক : ১ হাজার ১০০ কোটি টাকা আত্মসাত করে বিদেশে পাচারের চার মামলায় ক্রিসেন্ট গ্রুপের মালিক এম এ কাদেরের জামিন মঞ্জুর করেছেন আদালত। আজ মঙ্গলবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ হাকিম কে এম ইমরুল কায়েশ এ জামিনের আদেশ দিয়েছেন।
আসামিপক্ষে অ্যাডভোকেট হযরত আলীসহ কয়েকজন আইনজীবী শুনানিতে অংশ নেন। জামিনের পক্ষে শুনানিকালে আইনজীবীরা দাবি করেন, আসামির ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে ১৬ হাজার কর্মচারী কাজ করেন। তিনি কারাগারে থাকায় প্রতিষ্ঠানগুলো ধ্বংসের পথে।
আসামির পক্ষের আইনজীবীরা আরও দাবি করেন, আসামি ঋণ হিসেবে যে টাকা নিয়েছিলেন তা তিনি পরিশোধ করছেন। তিনি অসুস্থ, জামিন দিলেও তিনি পলাতক হবেন না।
অন্যদিকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) কৌঁসুলি মাহমুদ হোসেন জাহাঙ্গীর জামিনের বিরোধীতা করে বলেন, ‘রপ্তানির জন্য ব্যাংক থেকে ঋণ নিয়ে তিনি রপ্তানি করেননি। সে টাকা আত্মসাৎ করে বিদেশে পালিয়ে যেতে চেয়েছিলেন। জামিন পেলে আসামি পলাতক হবেন।’
উভয়পক্ষের শুনানি শেষে আদালত পাসপোর্ট জমা দেওয়ার শর্তে জামিনের আদেশ দেন।
এর আগে গত বছর ৩০ জানুয়ারি তিনি গ্রেপ্তার হন এবং ওই বছর ৩১ জানুয়ারি আদালত তার জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। এরপর থেকে তিনি কারাগারে ছিলেন।
মামলায় অভিযোগ, মেসার্স ক্রিসেন্ট ট্যানারিজ লিমিটেডের নামে রপ্তানি ঋণ সুবিধা গ্রহণ করে ৬৮ কোট ৩৪ লাখ ৯৫ হাজার ১২০ টাকা আত্মসাৎ ও পাচার করা হয়। একইভাবে লেক্সকো লিমিটেডের নামে ৭৪ কোটি ৩৮ লাখ ৯৫ হাজার ৩৫৯ টাকা, মেসার্স রূপালী কম্পোজিট লেদার ওয়্যার লিমিটেডের নামে ৪৫৪ কোটি ১০ লাখ ৮৭ হাজার ৩৮৪ টাকা ও মেসার্ম ক্রিসেন্ট লেদার প্রোডাক্টস লিমিটেডের নামে ৫০০ কোটি ৬৯ লাখ ৪৪ হাজার ৮৯৯ টাকা আত্মসাৎ এবং পরবর্তীকালে তা স্থানান্তর ও রূপান্তরের মাধ্যমে পাচার করা হয়। প্রতিষ্ঠানগুলোর চেয়ারম্যান এমএ কাদের।
অর্থ আত্মসাৎ ও পাচারের এ অভিযোগে গত বছরের ১০ ফেব্রুয়ারি রাজধানীর চকবাজার থানায় মামলাগুলো দায়ের করা হয়। প্রতিটি মামলায় এমএ কাদেরসহ ১৬ থেকে ১৭ জনকে আসামি করা হয়েছে।
এ চার মামলায় গত বছরের ২৭ ফেব্রুয়ারি এম এ কাদেরের মোট ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এরপর কয়েক দফায় আসামিপক্ষে জামিন আবেদন করা হলেও শুনানি শেষে আদালত তা নাকচ করেন। মামলাগুলো তদন্ত করছেন দুদকের সহকারী পরিচালক মো. গুলশান আনোয়ার প্রধান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।