জুমবাংলা ডেস্ক : সৌদি আরব থেকে দেশে ফেরার পথে বিমানে অসুস্থ হয়ে মারা গেছেন কবির হোসেন নামের এক প্রবাসী। ধারণা করা হচ্ছে তিনি স্ট্রোক করেছেন।
সোমবার (৩ জুন) সকাল আটটার দিকে ফ্লাই দুবাইয়ের একটি ফ্লাইটে ভ্রমণকালে তিনি মারা যান। বিষয়টি নিশ্চিত করেছেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একটি সূত্র।
জানা যায়, কবিরের বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায়। ধারণা করা হচ্ছে, তিনি স্ট্রোক করেছিলেন।
বিমানবন্দরে তাকে রিসিভ করতে আসা ছোট ছেলে মরদেহ বুঝে নেন। এ সময় ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড কর্তৃপক্ষ প্রবাসী কল্যাণ ডেস্কের মাধ্যমে ৩৫ হাজার টাকার চেক বুঝিয়ে দেয়। এ ছাড়া একটি ফ্রি অ্যাম্বুলেন্সে মরদেহ গ্রামের বাড়িতে পাঠানোর ব্যবস্থা করে।
বিমানবন্দরের প্রবাসী কল্যাণ ডেস্কের সহকারী পরিচালক দেবব্রত ঘোষ বলেন, আমরা তার ছেলের কাছে মরদেহ বুঝিয়ে দিয়েছি। তার হাতে ৩৫ হাজার টাকা চেক তুলে দেওয়া হয় এবং একটি ফ্রি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।