জুমবাংলা ডেস্ক : বিশ্ববিদ্যালয় পড়ুয়া এক ছেলে, এক মেয়ে ও স্ত্রী পলি আলমকে নিয়ে ভালোই দিন কাটছিল প্রবাসী মোরশেদ আলমের। স্বপ্নে বিভোর পরিবারে দুঃস্বপ্ন হয়ে হানা দেয় লিভার সিরোসিস। এক রোগেই যেমন নিঃস্ব, তেমন জীবন নিয়েই নানা প্রশ্ন এখন পরিবারের।
মোরশেদের স্ত্রী পলি বলেন, ‘এই এক রোগে আমার সবদিক দিয়ে কষ্ট হচ্ছে, বাচ্চাদের নিয়ে কষ্ট হচ্ছে, টাকা পয়সা নিয়েও কষ্ট হচ্ছে এমনকি টানা দুই মাস হাসপাতালে ভর্তি থেকে আমার নিজের জীবনেরও কষ্ট হচ্ছে। আল্লাহর কাছে দোয়া করি যাতে যেন তাড়াতাড়ি আমার স্বামী সুস্থ হয়ে ওঠেন। আমার ছেলে মেয়েগুলোকে যাতে এতিম হতে না হয়।’
ব্যয়বহুল এ চিকিৎসার খরচের কথা বলতে গিয়ে ডুকরে কেঁদে ওঠেন পলি। তিনি বলেন, সারা জীবনের সঞ্চয় প্রায় ৮ লাখ টাকা শেষ হয়ে গেছে চিকিৎসায়। এখনও পুরোপুরি সুস্থ নয় মোরশেদ। তাই চিন্তার ভাঁজ পরিবারের কপালে। একদিকে যেমন চিকিৎসা ব্যয় অন্যদিকে পরিবারের খরচ আর ছেলেমেয়ের পড়ালেখার খরচ সব মিলিয়ে আমরা এখন পুরো অসহায়।’
রাজধানীর গেন্ডারিয়া থেকে আসা আরেক লিভার সিরোসিস রোগী নবী পাটোয়ারীরও গল্প প্রায়ই একই। হাসপাতালের বেডে শুয়ে ব্যথায় কাতরাচ্ছেন নবী। পরিবারের চাওয়া যন্ত্রণাটা একটু কম হওয়া।
ফোলা পেট, পা আর অসহনীয় ব্যথা নিয়েই হাসপাতালের বেডে দিন কাটছে মোরশেদ ও নবী পাটোয়ারীরা। দীর্ঘদিন বেডে থাকা এসব রোগী আশায় আছেন সুস্থ হয়ে বাড়ি ফেরার। যদিও চিকিৎসকরা বলছেন, এ রোগে সুস্থতার সম্ভাবনা নগন্য। তবে সিরোসিস হওয়ার আগেই নিয়মিত স্ক্রিনিংসহ আরও কিছু বিষয় মেনে চললে লিভার সিরোসিস ও ক্যানসার প্রতিরোধ সম্ভব।
এ বিষয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হেপাটোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. এমএ রহিম বলেন, প্রত্যেককে যদি স্ক্রিনিংয়ের আওয়াতায় আনতে পারি তাহলে জানা যাবে ঠিক কত মানুষ বা কারা আক্রান্ত। এবং তাদের যদি প্রতিবছর অন্তত একবার ফলোআপ করা যায় তাহলে সিরোসিস হওয়ার হার অনেক কমিয়ে আনা সম্ভব হবে।
চিকিৎসকরা আরও বলছেন, প্রতিকারের চেয়ে প্রতিরোধ উত্তম। তাই ব্যাপক সচেতনতার প্রয়োজন। কিছু সচেতনতায় এড়িয়ে চলা সম্ভব লিভার সিরোসিস ও ক্যানসারের মতো রোগকে। এক কথায় বলতে গেলে, সবাইকে হেপাটাইটিস ‘বি’ ভাইরাসের টিকা নিতে হবে, অ্যালকোহল এড়িয়ে চলতে হবে।
অধ্যাপক ডা. এমএ রহিম আরও জানান, দেশে লিভার সিরোসিসে আক্রান্ত হয়ে প্রতিবছর প্রায় ২০ হাজার পরিবারকে নিঃস্ব হতে হচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।