স্পোর্টস ডেস্ক : পুরুষদের সাথে তাল মিলিয়ে সব বিষয়েই এগিয়ে যাচ্ছে নারী। এবার হয়ে গেলো বডি বিল্ডিং প্রতিযোগিতা। আর তাইতো প্রথমবারের মতো ঢাকায় আয়োজন করা হয়েছিল মেয়েদের বডিবিল্ডিং চ্যাম্পিয়নশিপ। সেই চ্যাম্পিয়নশিপের প্রথম শিরোপাজয়ী হলেন ১৯ বছর বয়সী অহনা রহমান।
রক্ষণশীল সমাজ ব্যাবস্থায় মেয়েদের বডিবিল্ডিংয়ে উঠে আসার ব্যাপারটি বেশ প্রশংসিত হয়েছে। তাছাড়া আন্তর্জাতিক বডি বিল্ডিং প্রতিযোগিতায় যেখানে বিকিনির জয়জয়কার, সেখানে বাংলাদেশের প্রতিযোগিরা ছিলেন পোশাকের ক্ষেত্রেও যথেষ্ট সচেতন।
অহনা রহমান বলেন, ‘আমি সত্যিই ভীষণ খুশি। এর জন্য আমি কঠোর পরিশ্রম করেছি। কেউ আমার পেশিবহুল শরীর দেখে সমালোচনা করবে, এমন ভাবনা কখনই মনে আসেনি। এক্ষেত্রে আমার বড় ভাই আমাকে ভীষণ সহযোগিতা করেছেন। তিনি নিজেও একটি ফিটনেস সেন্টার চালান। এই প্রতিযোগিতায় আমাদের জন্য সঠিক ড্রেস কোডটাই ছিল। এটা বাংলাদেশের বাস্তবতায় সেরা।’
এ বিষয়ে বাংলাদেশের বডিবিল্ডিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম জানান, এই আয়োজন করতে গিয়ে তারা প্রচুর সাড়া পেয়েছেন। এই আয়োজন মেয়েদেরকে শরীরচর্চা সম্পর্কে উদ্বুগ্ধ করবে বলে জানান নজরুল।
তিনি বলেন, ‘আমরা মেয়েদের পোশাকের ক্ষেত্রে খুব সচেতন ছিলাম। কারণ আমাদের ধর্মীয় এবং সামাজিক রীতি রক্ষণশীল। যে কারণে আমরা মেয়েদের জন্য লং স্লিভ ক্রপ ড্রেস এবং লেগিংসের ব্যবস্থা করেছি। দেশে যে পরিমাণ জিমনেশিয়াম গড়ে উঠছে, এবং মেয়েরাও যাচ্ছে শরীরচর্চা করতে। এই প্রতিযোগিতা মেয়েদেরকে কর্মসংস্থানের সুযোগও করে দেবে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।