
যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রশিবির সভাপতি ড. মির্জা গালিব বলেছেন, জুলাইয়ের গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে দেশের ভবিষ্যৎ বিনির্মাণ করতে হবে এবং এ ক্ষেত্রে কোনো আপোষ থাকবে না।
শুক্রবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে নয়টায় নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে পোস্টে তিনি বলেন, “জুলাই সনদের বাস্তবায়ন আমাদের অপরিহার্য। এটি বাস্তবায়ন না হলে আমরা আবারও হাসিনার আমলের সিস্টেমে ফিরে যাব। সেই সিস্টেমে তিনি দাবি করতে পারবেন যে তার শাসন বৈধ ছিল এবং বিপরীতে যে আন্দোলন হয়েছে তা অবৈধ ছিল।”
ড. গালিব আরও উল্লেখ করেন, “জুলাই সনদের কার্যকরকরণ কোনো রাজনৈতিক দলের ইচ্ছার উপর নির্ভর করবে না; এটি হবে জনগণের সামষ্টিক ইচ্ছার প্রতিফলন। গণভোটই একমাত্র মাধ্যম যা এ প্রতিফলন নিশ্চিত করতে পারে। গণভোটের ফলাফলের ভিত্তিতে পরবর্তী সংসদকে আইন কার্যকর করতে বাধ্য থাকতে হবে।”
ড. গালিব উল্লেখ করেন, “তিন, গণভোট ফেব্রুয়ারির নির্বাচনের আগে হবে নাকি নির্বাচনের সঙ্গে একসাথে হবে, তা প্রধান বিষয় নয়। মূল বিষয় হলো গণভোটের মাধ্যমে সনদকে আইনি বাধ্যবাধকতায় আনা।”
তিনি আরও বলেন, “চার, সনদে যে বিষয়গুলোতে সব দল একমত, সেগুলো এক প্যাকেজে রাখা হবে। আর যেখানে কিছু দলের দ্বিমত আছে, সেগুলো আলাদা প্যাকেজে যাবে। এই দুই প্যাকেজই গণভোটে উপস্থাপন করা হবে। জনগণ প্রতিটি প্যাকেজে আলাদা ভোট দেবে, এবং সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত গৃহীত হবে।”
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।

 


