জুমবাংলা ডেস্ক: বাড়ছে শীতের দাপট। শীতের শহর হিসেবে পরিচিত মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে তাপমাত্রা অনেক নেমে এসেছে। অনুভূত হচ্ছে তীব্র শীত। তবে এখনো দিনের বেলায় হালকা গরম অনুভূত হচ্ছে ।
রবিবার (২ জানুয়ারি) শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ৯.১ ডিগ্রি সেলসিয়াস।
ঢাকা আবহাওয়া অফিসের চার্টিং সেকশন ইনচার্জ মোঃ মনির উদ্দিন সর্বনিম্ন তাপমাত্রার এ তথ্য জানিয়ে বলেন, তাপমাত্রা আরো নামবে। তবে শ্রীমঙ্গলে তাপমাত্রা ৩ ডিগ্রির নিচে নেমে আসারও রেকর্ড রয়েছে।স্থানিয় আবহাওয়া অফিস মনে করছে, আগামী কয়েক দিনের মধ্যেই এ তাপমাত্রা নেমে যাবে আরো নিচে। পরবে হাড় কাঁপানো শীত।
শ্রীমঙ্গলের হাইল হাওরের রড় গাঙিনা সম্পদ ব্যবস্থাপনা সংগঠনের সভাপতি মোঃ আব্দুস সোবহান জানান, শীত শুরুর সাথে সাথে এখানকার প্রসিদ্ধ পাখির অভয়ারন্য বাইক্কা বিলের সুদুর সাইবেরিয়া, হিমালয় অঞ্চলসহ শীত প্রধান বিভিন্ন দেশ থেকে অতিথি পাখি আসতে শুরু করেছে। এছাড়াও শ্রীমঙ্গলের বিভিন্ন বিল, জলাশয় ও চা বাগানের লেক গুলোতে আসতে শুরু করেছে অতিথি পাখি। এদের কলতানে মুখরিত হয়ে উঠছে এলাকাগুলো। প্রকৃতির এই বিচিত্র রূপ অবলোকন করতে পর্যটকদের ভিড় বাড়ছে শ্রীমঙ্গলে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।