কদিন আগেই দেশের জার্সিতে প্রথম গোলের দেখা পাওয়া ক্রিশ্চিয়ানো রোনালদো জুনিয়র এবার পেলেন প্রথম আন্তর্জাতিক শিরোপার স্বাদ। তুরস্কে অনুষ্ঠিত ফেডারেশন কাপের ফাইনালে ইংল্যান্ডকে ২-১ ব্যবধানে হারিয়ে শিরোপা জিতেছে পর্তুগালের অনূর্ধ্ব-১৬ দল, যার অংশ ছিলেন রোনালদো-পুত্র।
ফাইনালের শেষ বাঁশি বাজতেই রোনালদো জুনিয়র দৌড়ে যান গ্যালারিতে, যেখানে উপস্থিত ছিলেন তার মা জর্জিনা রদ্রিগেজ। প্রবল উচ্ছ্বাসে জর্জিনা তাকে জড়িয়ে ধরেন। এই মুহূর্ত ক্যামেরায় ধরা পড়লে দর্শকরা উচ্ছ্বাসে ফেটে পড়েন এবং পরবর্তীতে দৃশ্যটি সোশ্যাল মিডিয়াতেও ভাইরাল হয়। জর্জিনা লিখেছেন,
“মা হতে পেরে আমি গর্বিত। আমার ছেলেকে নিয়ে আমি ভীষণ খুশি।”
রোনালদো জুনিয়রের আন্তর্জাতিক অভিষেক হয় তুরস্কের বিপক্ষে, যেখানে শুরু থেকেই ছিলেন আত্মবিশ্বাসী ও আক্রমণাত্মক। ওয়েলসের বিপক্ষে ৩-০ গোলের জয়ে পর্তুগালের দ্বিতীয় গোলটি করেন তিনি। ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয়ার্ধে নেমে কার্যকর ফুটবল খেলেন তিনি। এদিন জোড়া গোল করে পর্তুগালের জয়ের নায়ক হন রাফায়েল কাবরাল।
বাবা ক্রিশ্চিয়ানো রোনালদো এখনো সৌদি আরবের ক্লাবে খেললেও ছেলে জুনিয়রের প্রতি অতিরিক্ত চাপ দেননি। রোনালদো জুনিয়র তার মতোই প্রতিদ্বন্দ্বিতা পছন্দ করলেও, তার নামের ভারে ভারাক্রান্ত হতে দেননি।
রোনালদো জুনিয়র ইতোমধ্যে খেলেছেন রিয়াল মাদ্রিদ, জুভেন্টাস ও বর্তমানে আল-নাসর একাডেমিতে। এর আগে ক্রোয়েশিয়ার ভ্লাতকো মার্কোভিচ টুর্নামেন্টেও পর্তুগালের অনূর্ধ্ব-১৫ দলের হয়ে জ্বলে উঠেছিলেন, ফাইনালে দুই গোল করে দলকে শিরোপা জেতান। ক্রিশ্চিয়ানো রোনালদো যখন ক্যারিয়ারের শেষ সময়ে আছেন, তখনই আন্তর্জাতিক মঞ্চে নিজেকে জানান দিচ্ছেন তার পুত্র।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



