জুমবাংলা ডেস্ক : ঘণ্টা দেড়েকের ব্যবধানে যশোরের কেশবপুরে আত্মহত্যা করেছেন সাহেব আলী বিশ্বাস (৫৮) নামে একজন কৃষক ও তার ছেলে ইমামুল বিশ্বাস (২৮)। পারিবারিক কলহের কারণে এ আত্মহত্যার ঘটনা ঘটেছে। তবে কী নিয়ে ঝগড়া হয় বাবা-ছেলের পুলিশ তা উদ্ঘাটনের চেষ্টা করছে।
মঙ্গলবার (১২ মে) সকাল সাড়ে ১০টা থেকে বেলা ১২টার মধ্যে কেশবপুর উপজেলার মঙ্গলকোট ইউনিয়নের কেদারপুর গ্রামে এ ঘটনা ঘটে।
এ বিষয়ে মঙ্গলকোট ইউনিয়নের চেয়ারম্যান মনোয়ার হোসেন জানান, ইমামুলের ছোটখাট চুরির দোষ ছিল। এ নিয়ে তার সঙ্গে তার বাবার প্রায়ই কথা কাটাকাটি হতো। আজ সকালেও এ নিয়ে তাদের ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে ইমামুল তার বাবাকে ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের হয়ে যায়। এতে অভিমান করে সকাল সাড়ে ১০টার দিকে সাহেব আলী ঘরের আড়ার সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। ঘণ্টাখানেক পর বাড়ি ফিরে ছেলে তার বাবার আত্মহত্যার ঘটনা জানতে পেরে বাড়ি থেকে বের হয়ে যান। পরে বাড়ির পাশের বাগানে একটি গাছে তিনিও ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন।
খবর পেয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার (মণিরামপুর সার্কেল) সোয়েব আহমেদ খান ঘটনাস্থলে যান। তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আমরা ঘটনাস্থেল আছি। কী কারণে বাবা ও ছেলের মধ্যে ঝগড়া হয়েছিল, সেটি উদ্ঘাটনের চেষ্টা করা হচ্ছে। প্রাথিমক কাজ শেষে মরদেহ মর্গে পাঠানোর বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।