জুমবাংলা ডেস্ক : রংপুরের তারাগঞ্জ উপজেলায় মানসিক ভারসাম্যহীন অজ্ঞাতনামা এক নারী ফুটফুটে ছেলে শিশুর জন্ম দিয়েছেন। রংপুর-দিনাজপুর মহাসড়কের উপজেলা পরিষদ চত্বরের পাশে একটি মোটর মেকানিকের দোকানের সামনে নবজাতকের জন্ম দেন তিনি।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় দুই মাস পূর্বে অজ্ঞাতনামা ওই নারী উপজেলা চত্বরসহ চৌপথী বাসস্ট্যান্ডে অবস্থান নেয়। রাতে যেকোনো দোকানের সামনে রাতযাপন করে আসছিলেন। স্থানীয় দোকানদার পথচারীরা যা খেতে দিত তাই খেয়ে দিনাতিপাত করেন। গত শুক্রবার ভোরে উপজেলা চত্বর থেকে ৫০০ গজ দূরে একটি মোটর গ্যারেজের সামনে খোলা জায়গায় একটি ছেলে সন্তান জন্ম দিয়ে তাকে একটি পুরাতন কাপড় দিয়ে ঢেকে রাখেন।
ভোরে আজানের পর ওই এলাকার ধর্মপ্রাণ মুসল্লিরা উপজেলা পরিষদে নামাজ পড়তে আসার সময় লক্ষ্য করেন যেন একটি লাশ পড়ে আছে। এ সময় নামাজি লোকজন গ্যারেজের মালিক কাশেম আলীকে অবগত করেন তার গ্যারেজের সামনে একটি লাশ পড়ে আছে।
খবর পেয়ে ছুটে এসে দেখেন নারী সদ্য ভূমিষ্ঠ হওয়ার ঘটনায় বেদনা ও তীব্র কনকন শীতে ছটফট করছেন। নারীর পাশেই ফুটফুটে নবজাতক শিশুটি তীব্র ঠাণ্ডায় বরফ হয়ে চোখ মেলে তাকিয়ে আছে। এ সময় স্থানীয় অনেকেই তাদের পরনে থাকা চাঁদর দিলে গ্যারেজ মালিকের মা সকিনা বেগম আদর ও স্নেহে কোলে তুলে নেন।
গ্যারেজের মালিক কাশেম আলী নারীসহ তার ভূমিষ্ঠ নবজাতককে তার বাড়িতে নিয়ে যান। তিনি জানান, লোকজনের ভিড় বাড়ায় নারী ও তার নবজাতক সন্তানকে বাড়িতে নিয়ে যাচ্ছি। স্থানীয় চেয়ারম্যান ও মেম্বারকে জানাবো। যা করার তারাই করবেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।