ভারতের আসাম রাজ্য সরকার আনুষ্ঠানিকভাবে বহুবিবাহ নিষিদ্ধ করতে আইন প্রণয়নের পথে এগোচ্ছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) রাজ্যের বিধানসভায় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা ‘আসাম বহুবিবাহ নিষিদ্ধকরণ বিল, ২০২৫’ উত্থাপন করেছেন। এই বিলে বহুবিবাহকে সরাসরি একটি ‘অপরাধ’ হিসেবে ঘোষণা করা হয়েছে।

প্রস্তাবিত নতুন আইনে বহুবিবাহকে ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য করা হবে এবং দোষী সাব্যস্ত হলে কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে: বিলে বলা হয়েছে, কেউ যদি প্রথম স্ত্রী বা স্বামী জীবিত থাকা অবস্থায় ফের বিয়ে করে, তার সর্বোচ্চ সাত বছর কারাদণ্ড হতে পারে। তবে কেউ যদি প্রথম বিয়ের তথ্য গোপন করে দ্বিতীয় বিয়ের চেষ্টা করে, সেই ক্ষেত্রে শাস্তির মেয়াদ বেড়ে সর্বোচ্চ ১০ বছর পর্যন্ত হতে পারে। এই ক্ষেত্রে জরিমানার বিধানও প্রযোজ্য হবে।
এছাড়াও, পুরো বিবাহ প্রক্রিয়ায় যারা জড়িত থাকবেন—যেমন কাজি, পুরোহিত, গ্রামপ্রধান, পিতা-মাতা বা আইনগত অভিভাবক—তাদের বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার প্রস্তাব রাখা হয়েছে। ভুক্তভোগী নারীদের ক্ষতিপূরণের বিষয়টিও বিলে অন্তর্ভুক্ত করা হয়েছে।
বিলটি স্পিকার বিশ্বজিৎ দাইমারির অনুমতিক্রমে পেশ করা হয়। বিরোধী দল কংগ্রেস, সিপিএম ও রাইজোর বিধায়কেরা ওয়াকআউট করায় তাদের অনুপস্থিতিতেই বিলটি উপস্থাপন করা হয়।
প্রস্তাবিত এই আইনটি ষষ্ঠ তফসিলভুক্ত এলাকা ছাড়া আসামজুড়ে কার্যকর হবে। তবে সংবিধানের ৩৪২ অনুচ্ছেদে উল্লেখিত তফসিলি জাতি ও জনজাতির সদস্যদের এই আইন থেকে অব্যাহতি দেওয়া হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



