দ্রুতই যাদের বিচারের আওতায় আনতে হবে, জানালেন সমন্বয়ক সারজিস

জুমবাংলা ডেস্ক : গত ১৫ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত সংগঠিত গণঅভ্যুত্থান সংশ্লিষ্ট ঘটনার জন্য কোনো মামলা, গ্রেপ্তার বা হয়রানি করা হবে না বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

সোমবার (১৪ অক্টোবর) দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার ফয়সল হাসান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। এ বিষয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে মন্তব্য প্রকাশ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম।

রোববার দুপুরের দিকে ‘ছাত্র-জনতার বিরুদ্ধে কোনো মামলা নয়’ এমন একটি ছবি ফেসবুকে শেয়ার করে সারজিস আলম বলেন, তবে যারা ছাত্র, আন্দোলনকারী, সমন্বয়ক এসব নাম ভাঙিয়ে অভ্যুত্থানের পর থেকে নানা অন্যায় অপকর্মে লিপ্ত হয়েছে বা হচ্ছে তাদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে দৃশ্যমান ব্যবস্থা নিতে হবে।

এ ছাড়া তিনি আরও বলেন, ‘অভ্যুত্থানের হত্যাযজ্ঞে সরাসরি হত্যার সাথে জড়িত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরকেও দ্রুত সময়ে বিচারের আওতায় আনতে হবে।’

প্রত্যেকটি হত্যার বিচার করা এই সরকারের সবচেয়ে বড় দায়বদ্ধতা বলেও তিনি উল্লেখ করেন।