জুমবাংলা ডেস্ক : খুলনা নগরীতে ধর্ষণের বিরুদ্ধে অনুষ্ঠিত মানববন্ধন থেকে ধর্ষকের বাড়িতে ‘লাল পতাকা’ উত্তোলনের দাবি জানানো হয়েছে।
স্বেচ্ছাসেবী সংগঠন ‘জনউদ্যোগের’ নারী সেলের উদ্যোগে শনিবার বেলা সাড়ে ১১টায় নগরীর পিকচার প্যালেস মোড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়। ধর্ষকদের সামাজিকভাবে বয়কট করার জন্য ‘লাল পতাকা’ উত্তোলনের দাবি জানান তারা।
সম্প্রতি খুলনার ডুমুরিয়া ও খালিশপুরে তিন নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, নারী ধর্ষণ, হত্যা ও নির্যাতনের বিরুদ্ধে প্রয়োজনে কঠোর আইন করতে হবে। সেই সঙ্গে নারী ও শিশু নির্যাতন আইনের যথাযথ প্রয়োগ করতে হবে।
মানববন্ধনে সভাপতিত্ব করেন জনউদ্যোগের নারী সেলের আহ্বায়ক অ্যাডভোকেট শামীমা সুলতানা শীলু। পরিচালনা করেন অ্যাডভোকেট মোমিনুল ইসলাম।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি ডা. শেখ বাহারুল আলম, বয়রা মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ সৈয়দা লুৎফুরন্নাহার, জাতীয় পার্টির (জেপি) শরিফ শফিকুল হামিদ চন্দন, কমিউনিস্ট পার্টির নারী সেলের আহ্বায়ক সুতপা বেদজ্ঞ, নারীনেত্রী রসু আক্তার প্রমুখ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।