জুমবাংলা ডেস্ক : পাট ও বস্ত্র মন্ত্রী গাজী দস্তগীর এবং শ্রম প্রতিমন্ত্রী মুন্নুজানের সাথে আলোচনা শেষে নতুন আশ্বাস পেয়ে আবার কাজে ফেরার ঘোষণা দিয়েছেন পাটকল শ্রমিকরা। তবে ১৫ দিনের মধ্যে পাওনা বেতন পরিশোধ করা না হলে আবারও আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা। আগামী শনিবার (৪ জানুয়ারি) থেকে কাজে ফিরবেন শ্রমিকরা।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাতে দুই মন্ত্রীর সাথে বৈঠক শেষে এখবর জানান শ্রমিক নেতারা।
এর আগে, পাটকল শ্রমিকরা নিজেরদের পাওনা টাকা আদায়ের জন্যে দ্বিতীয় দফা অনশনে বসতে বাধ্য হয়েছেন। তিনদিন অনশনের পর পাটকল শ্রমিক নেতাদের সাথে আলোচনায় বসেছেন পাট ও বস্ত্র মন্ত্রী গোলাম দস্তগীর গাজী এবং শ্রম প্রতিমন্ত্রী বেগম মুন্নুজান। বৃহস্পতিবার (২ জানুয়ারি) আনুমানিক সন্ধ্যায় ছটায় এই আলোচনা শুরু হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


