 জুমবাংলা ডেস্ক: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কাজী ওয়াছি উদ্দিনকে পদোন্নতি দিয়ে একই মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে।
জুমবাংলা ডেস্ক: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কাজী ওয়াছি উদ্দিনকে পদোন্নতি দিয়ে একই মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে।
আজ (১৫ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব (ঊর্ধ্বতন নিয়োগ-১ অধিশাখা) এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই নিয়োগের কথা জানানো হয়।
কাজী ওয়াছি উদ্দিনের ক্ষেত্রে ২২ সেপ্টেম্বর থেকে এই আদেশ কার্যকর হবে বলে উল্লেখ করা হয়েছে।
বর্তমান সচিব মো. শহীদ উল্লা খন্দকার ২১ সেপ্টেম্বর অবসর উত্তর ছুটিতে যাবেন। বিসিএস প্রশাসন ক্যাডারের ৮৪ ব্যাচের এই কর্মকর্তাকে তাঁর ব্যাচমেট ও অধস্তন কর্মকর্তারা ‘ভাগ্যবান সচিব’ হিসেবে আখ্যা দেন। কারণ দেশ স্বাধীনের পর গত ৫০ বছরের ইতিহাসে সবচেয়ে বেশি সময় ধরে একটি মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব পালন করছেন তিনি। টানা ছয় বছর তিনি মন্ত্রণালয়টিতে আছেন। তার মধ্যে পাঁচ বছরই চুক্তিভিত্তিক। মন্ত্রণালয়টির শীর্ষ পদে এতটা সময় আর কেউ ছিলেন না।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।

 


