কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর কিশোরগঞ্জে নদী পার হতে গিয়ে নিখোঁজের ১৯ ঘণ্টা পর এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের রংপুর ইউনিটের ডুবুরী দল।
আজ বৃহস্পতিবার দুপুর ২টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। এ বিষয়টি নিশ্চিত করেছেন কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রেদওয়ানুজ্জামান।
এর আগে কিশোরগঞ্জ উপজেলার চাড়ালকাটা নদী পার হওয়ার সময় বুধবার বিকালে ওই কৃষক নদীর পানিতে ডুবে যান।
স্থানীয়রা জানান, উপজেলার পুটিমারী ইউনিয়নের শালটিবাড়ি সরকারপাড়া গ্রামের মহসিন আলীর ছেলে মহির উদ্দিন (৩৫) গত বুধবার বিকালে কচুকাটা এলাকায় কাজ শেষে সহোদর ভাইসহ তিনজন চাড়ালকাটা নদীর পার হওয়ার জন্য নদীতে নামেন। দুইজন নদী পার হতে পারলেও মহির উদ্দিন নদীর পানিতে তলিয়ে যান।
খবর পেয়ে কিশোরগঞ্জ ফায়ার সাভির্সের একটি দল এলাকাবাসীদের সহযোগিতায় নিখোঁজ ব্যক্তিকে সন্ধ্যা পর্যন্ত খোজাঁখুজি করে। অন্ধকার হওয়ায় উদ্ধার কাজ বন্ধ রাখেন তারা। পরে বৃহস্পতিবার সকাল থেকে ওই ব্যক্তিকে উদ্ধারের কাজ শুরু করে রংপুর ফায়ার সার্ভিসের একটি ডুবুরী দল। দুপুর ২টার দিকে প্রায় ১৯ ঘন্টা পর ওই কৃষকের মরদেহ উদ্ধার করতে সক্ষম হয় দলটি।
কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল আউয়াল জানান, সহোদর দুই ভাইসহ তিন জন নদী পার হওয়ার সময় দুইজন পার হতে পারলেও ওই ব্যক্তি পানিতে তলিয়ে যায়। কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল ও এলাকাবাসী অনেক খোজাঁখুজি করে ওই ব্যক্তিকে উদ্ধার করতে পারেনি। অন্ধকার হওয়ায় বুধবার উদ্ধার কাজ বন্ধ রাখে। বৃহস্পতিবার রংপুরের ডুবুরী দলটি নদী থেকে ওই কৃষকের মরদেহটি উদ্ধার করেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।