আন্তর্জাতিক ডেস্ক : নবদম্পতিকে নিয়ে নদীতে ডুবে যাচ্ছিল একটি গাড়ি। তবে স্থানীয়দের চেষ্টায় মৃত্যুর হাত থেকে বেঁচে ফিরেছেন তারা।
ভারতের ঝাড়খণ্ড রাজ্যের পালামু জেলার ওই ঘটনার ভিডিওটি এরই মধ্যে সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, রোববার ঝাড়খণ্ডের রাজধানী রাঁচি ও অন্যান্য জেলাগুলোতে টানা বৃষ্টি হচ্ছিল। দুর্যোগ মাথায় নিয়েই গাড়ি করে সদ্য বিয়ে করা বউকে নিয়ে বাড়ি ফিরছিলেন এক যুবক।
পেছনে ছিল বরযাত্রীদের গাড়িও। মালয় নদীর ওপরে থাকা সেতু দিয়ে যাচ্ছিল গাড়িটি। কিন্তু হঠাৎই নদীর পানিতে ডুবে যায় সেতুটি এবং স্রোতের তীব্র টানে বরের গাড়িটি সেতু থেকে নদীর মধ্যে পড়ে যায়।
গাড়িটিকে নদীতে ভেসে যেতে দেখে স্থানীয় মানুষজন নদীর পানিতে ঝাঁপ দিয়ে বর-কনেকে উদ্ধার করেন। পরে গাড়িটিকে টেনে উপরে তোলা হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।