
নাটোর প্রতিনিধি: নাটোরের নলডাঙ্গায় পুকুরের পানিতে ডুবে মাসুদ নামের আট বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
আজ বুধবার দুপুর ২টার দিকে উপজেলার রামশাকাজিপুর কামারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত মাসুদ (৮) উপজেলার রামশাকাজিপুর কামারপাড়া গ্রামের আবেদুর রহমানের ছেলে।
Advertisement
নলডাঙ্গা থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বুধবার দুপুরে উপজেলার রামশাকাজিপুর কামারপাড়া গ্রামের আবেদুর রহমানের ছেলে মাসুদ গোসল করতে পুকুরের পানিতে নেমে নিখোঁজ হয়। পরে শিশুটির মরদেহ ভেসে উঠলে স্থানীয়রা উদ্ধার করে শিশুটির বাড়িতে নিয়ে যায়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।