নারায়ণগঞ্জের ফতুল্লায় নির্মাণাধীন ডিপিডিসির একটি বিদ্যুৎ কেন্দ্র থেকে দুর্বৃত্তরা প্রায় ৬০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।
রোববার গভীর রাতে ফতুল্লার পিলকুনি পুলপাড় এলাকার ডিপিডিসি ‘চায়না প্রজেক্টে’ এ ঘটনা ঘটে। রাত সাড়ে ৩টার দিকে ইজিবাইক ব্যবহার করে ডাকাতরা লুটপাট চালিয়ে চলে যায়।
ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) আশিষ জানান, বিদ্যুৎকেন্দ্রে কর্মরত শ্রমিকদের পোশাক ও হেলমেট পরে ২০-২৫ জন যুবক প্রবেশ করে। তারা প্রথমে প্রজেক্টের নিরাপত্তাকর্মী কুদ্দুস, এনামুলসহ আরও দু’জনকে দেশীয় অস্ত্র দেখিয়ে হাত-পা বেঁধে ফেলে।
এরপর প্রায় সাড়ে তিন ঘণ্টা ধরে তারা তামার তার কেটে ছোট ছোট টুকরো করে নিয়ে যায়। কিছু অংশ ইজিবাইকে বোঝাই করে রাত সাড়ে ৩টার দিকে প্রজেক্ট এলাকা ত্যাগ করে।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত চালাচ্ছে। অতিরিক্ত পুলিশ সুপার (ক-অঞ্চল) হাসিনুজ্জামান জানান, এ ঘটনায় ফতুল্লা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।