Advertisement
নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নির্বাচন আগামী ১৬ জানুয়ারি অনুষ্ঠিত হবে। এদিন টাঙ্গাইল-৭ শূন্য আসনের উপ-নির্বাচন ও ৫টি পৌরসভারও নির্বাচন অনুষ্ঠিত হবে।
পৌরসভাগুলো হলো- নোয়াখালী, নাটোর ও নাটোরের বাগাতিপাড়া, যশোরের ঝিকরগাছা এবং চট্টগ্রামের বাঁশখালি।
আজ (৩০ নভেম্বর) নির্বাচন কমিশন (ইসি) সচিব হুমায়ুন এসব নির্বাচনের তফসিল ঘোষণা করেন।
তফসিলে বলা হয়, নির্বাচনের প্রার্থীদের মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ১৫ ডিসেম্বর এবং মনোনয়ন বাছাই হবে ২০ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৭ ডিসেম্বর।
২৭ ওয়ার্ডের নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে সবশেষ নির্বাচন হয়েছিল ২০১৬ সালের ২২ ডিসেম্বর। ওই নির্বাচনে টানা দ্বিতীয় মেয়াদে এই সিটির মেয়র নির্বাচিত হয়েছিলেন আওয়ামী লীগ প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।