জুমবাংলা ডেস্ক : নারায়ণগঞ্জে আওয়ামী লীগকে নিয়ে খেললে, তা আগুন নিয়ে খেলা হবে। এমন মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান। অনেক পুলিশ অফিসার স্থানীয় আওয়ামী লীগের বিরুদ্ধে সংবাদ লিখতে উৎসাহ দিচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
গতকাল বিকালে (৭ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জ শহরের মিশনপাড়া এলাকায় সমাবেশে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, তৃণমূলের কোনো নেতাকর্মীর গায়ে হাত দিলে কাউকে ছাড় দেয়া হবে না।
শামীম ওসমান বলেন, ‘২১ বছর লেগেছে আওয়ামী লীগের ক্ষমতায় আসতে। এর মধ্যে অন্তত ৬০ জন ভাইয়ের লাশ আমরা দাফন করেছি। নারায়ণগঞ্জে শেখ হাসিনার পক্ষে স্লোগান দেয়ার অপরাধে মাত্র ১২ দিন আগে বিয়ে হওয়া মনিরকে লাশ হতে হয়েছে। সলিমুল্লাহ সড়কে তাকে গুলি করা হলো। আমরা রাজপথে নেমেছিলাম। আমরা পাল্টা গুলি করতে নামি নাই।’
রুখে দাঁড়াও স্বাধীনতা বিরোধী সকল অপশক্তির বিরুদ্ধে ব্যানারে আয়োজিত সমাবেশে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।