নারী হয়েও দায়িত্ব পালন করছেন রেলক্রসিংয়ের

নারী

জুমবাংলা ডেস্ক: ‘আমি আমার কাজকে ভালোবাসি। ভালোবাসি বলেই কাজ করে যাচ্ছি। আমার স্বামী ও পরিবার সবসময় আমাকে উৎসাহ দেন। আমি ইশ্বরদী থেকে বদলি হয়ে এ বছরেই গাজীপুরে কালামপুর (ই-১৬ গেট) রেলক্রসিংয়ে দায়িত্ব পালন করতে শুরু করেছি।’

নারী-১

জয়দেবপুর-রাজশাহী রেল লাইনের কালিয়াকৈর কালামপুর রেলক্রসিংয়ে আলাপকালে এইভাবে নিজের জীবনের কথা তুলে ধরেন গেট কিপার ইভা আক্তার (৩০)।

দায়িত্বশীল কাজের মাধ্যমে ইতোমধ্যে ইভা আক্তার তার কর্মদক্ষতার পরিচয় দিয়েছেন। গেটকিপার হিসাবে গত চার বছরের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে চলেছেন তিনি।

গাজীপুর সিটি করপোরেশনের ছোট দেওড়া এলাকার লিটন খানের স্ত্রী ইভা আক্তার। স্বামী ও পাঁচ বছরের সন্তান নিয়ে তার সংসার। ইভার স্বামী স্থানীয় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন।

ইভা আক্তার বলেন, ‘উচ্চমাধ্যমিক পাস করার পর বসে ছিলাম। চার বছর আগে নিয়োগ পরীক্ষার মাধ্যমে চাকরি পেয়েছি। দায়িত্ব নেওয়ার পর থেকে চার বছর একটানা কাজ করেছি ইশ্বরদীতে (টি-৩৭) গেটে।’

তিনি আরও বলেন, ‘আমি যখন প্রথম এখানে আসি রেলক্রসিংয়ের বারটি ওঠা-নামা করি এবং লাল-সবুজের পতাকা নিয়ে রেললাইনের পাশে দাঁড়িয়ে ট্রেনের চালককে যাওয়ার সংকেত দেই, তখন আশপাশের মানুষ কৌতুহলবশত আমার দিকে তাকিয়ে থাকতেন। কিন্তু এখন সবাই আমাকে সহযোগিতা করেন। উৎসাহ দেন। প্রতিদিন সংসারের কাজ শেষ করে বাসা থেকে বাসে করে কালিয়াকৈর কালামপুর রেলক্রসিংয়ে কাজে আসি। ৮ ঘণ্টা ডিউটি শেষে বাসে করে আবারো বাড়ি চলে যাই।’

এলাকাবাসীরা জানান, আগে রেলগেটে পুরুষদের দায়িত্ব পালন করতে দেখেছি। কিন্তু এই প্রথম একজন নারীকে এই কাজে দেখলাম। বিষয়টি খুবই ভালো লেগেছে। নারীরা এখন সব দায়িত্বই সঠিকভাবে পালন করছেন। পুরুষ গেটম্যানরা বিভিন্ন সময় চা খেতে এদিক সেদিক যান, কিন্তু উনি (ইভা আক্তার) ডিউটিরত অবস্থায় কোথাও যান না। যথেষ্ট পর্দার মধ্যে থেকে তিনি তার দায়িত্ব পালন করে যাচ্ছেন।

নারী

ইভা আক্তার বলেন, ‘আমি আমার কাজ সঠিকভাবে পালন করি। আল্লাহর রহমতে এখন পর্যন্ত আমার দায়িত্বে ত্রুটি থেকে কোনো দুর্ঘটনা ঘটেনি। ইশ্বরদীতে থাকার সময়ে আরো দুইজন নারী আমার সঙ্গে গেট কিপারের দায়িত্ব পালন করতেন। অনেক নারীরা এখন গেটকিপারের কাজ করছেন। আমাদের বেতন ভাতা আরেকটু বৃদ্ধি করা হলে সংসার নিয়ে আরেকটু ভালোভাবে চলতে পারতাম।‘

গাজীপুর জয়দেবপুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার রেজাউল ইসলাম বলেন, ‘তিনি (ইভা আক্তার) এবছরে গাজীপুরে দায়িত্ব নিয়ে এসেছেন। সারাদেশে তার মতো অনেক নারীরাই গেট কিপারের দায়িত্ব পালন করছেন। নারীরা এই কাজে বেশ দক্ষতার পরিচয় দিচ্ছেন।’

চাকরির পিছনে না ছুটে নিয়ামত গড়ে তুলেছেন অর্কিড বাগান