জুমবাংলা ডেস্ক : মৌলভীবাজার সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের ‘মুক্তানগর রিসোর্টে’ নারীদের সুইমিংপুলে পুরুষ দর্শনার্থীরা জোরপূর্বক প্রবেশের চেষ্টাকে কেন্দ্র করে হাতাহাতি ও ফাঁকা গুলি বর্ষণের ঘটনা ঘটেছে। শুক্রবার (১২ আগস্ট) বিকাল সাড়ে ৩টার দিকে ঘটনাটি ঘটে। এই ঘটনায় রিসোর্ট কর্তৃপক্ষ চার যুবককে আটক করে থানায় দিয়েছে।
আটক যুবকরা হলেন- সুনামগঞ্জের জগন্নাথপুর থানাধীন ইকরচই গ্রামের মো. রিপন আহমদ (২২), একই এলাকার মো. মাজহারুল ইসলাম (২১), জগন্নাথপুর পৌরসভা এলাকাধীন মো. মিজানুর রহমান (২১) ও সিলেটের গোলাপগঞ্জ থানাধীন গোষগার মো. জাহিদ আহমদ (২২)।
স্থানীয় সূত্রে জানা গেছে, মুক্তানগর রিসোর্টে কয়েকজন পুরুষ দর্শনার্থী ঘুরতে আসেন। এ সময় ওই দর্শনার্থীরা রিসোর্টে নারীদের সুইমিংপুলে জোরপূর্বক সুইমিংয়ের জন্য প্রবেশ করতে চায়। রিসোর্টের কর্তব্যরত স্টাফরা বাধা দিলে দুপক্ষের মধ্যে হাতাহাতি হয়।
এতে পরিস্থিতি অস্বাভাবিক দেখে রিসোর্টের মালিক জাবেদ আহমদ রনি তিন রাউন্ড ফাঁকা গুলি ছোড়েন। খবর পেয়ে মৌলভীবাজার সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
রিসোর্টের স্বত্বাধিকারী শেখ জাবেদ আহমেদ রনি বলেন, ‘রিসোর্টে ঘুরতে আসা কয়েকজন দর্শনার্থী নারীদের সুইমিংপুলে প্রবেশ করতে চাইলে কর্তব্যরতরা সেখানে পুরুষদের প্রবেশ নিষেধ জানালেও তারা জোরপূর্বক প্রবেশের চেষ্টা চালায়। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পিস্তলের ফাঁকা গুলি ছোড়া হয়।’
মৌলভীবাজার সদর মডেল থানার ওসি ইয়াছিনুল হক বলেন, ‘চার জনকে আটক করা হয়েছে। তদন্তপূর্বক আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
Get the latest News first— Follow us on Zoombangla Google News, Zoombangla X(Twitter) , Zoombangla Facebook, Zoombangla Telegram and subscribe to our Zoombangla Youtube Channel.