স্পোর্টস ডেস্ক : বাবর আজমের তখন জন্ম হয়নি। সেখানে ১৯ বছর বয়সী নাসিম শাহর নাম উচ্চারণের প্রশ্নই আসে না। ১৯৮৬ সালের শারজাহ কাপের কথা। ৩৬ বছর আগে এই শারজাহ’য় চেতন শর্মার শেষ বলে ছক্কা মেরে ম্যাচ জিতিয়েছিলেন পাকিস্তানের সর্বকালের সেরা ফিনিশার খ্যাত জাভেদ মিয়াঁদাদ।
পাকিস্তানের তরুণ বাঁ-হাতি পেসার নাসিম শাহ ওই স্মৃতি মনে করাচ্ছে বাবর আজমকে। এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে দুর্দান্ত এক ম্যাচ জিতিয়েছেন নাসিম। শেষ ওভারে ১১ রান দরকার। হাতে উইকেট মাত্র একটি। শট খেলা ভিন্ন উপায় নেই। একটু এদিন-ওদিক হলেই আউট।
নাসিম নার্ভ শক্ত করে পরপর দুই ছক্কা হাঁকিয়ে চার বল থাকতে ম্যাচ জিতিয়ে দলকে উল্লাসে ভাসিয়েছেন। এক ম্যাচ হাতে রেখে এশিয়া কাপের ফাইনাল নিশ্চিত করেছেন। সঙ্গে আসর থেকে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে বিদায় করে দিয়েছেন।
ম্যাচ শেষে অধিনায়ক বাবর আজম বলেন, ‘নাসিম অসাধারণ ফিনিশিং দিয়েছে। ওকে আগে আমি ওমন খেলতে দেখেছি। ওই কথা মনে পড়ছিল। ওর ওপর তাই বিশ্বাস ছিল। তার ওই ছক্কার মুহূর্ত আমাকে মিয়াঁদাদের ছক্কার কথা মনে করাচ্ছে। তবে সামনে আমাদের ভুল করা যাবে না।’
ম্যাচ যখন টানটান উত্তেজনায় ড্রেসিংরুমে তখন অস্থিরতা বিরাজ করছিল বলে উল্লেখ করেছেন বাবর, ‘সত্যি বলতে, ড্রেসিংরুমের সকলেই খুব অস্থির হয়ে পড়েছিল। সকলেই একবার ড্রেসিংরুমে ঢুকছিল, একবার বাইরে যাচ্ছিল। যেভাবে নাসিম শেষ করেছে তা অসাধারণ।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।