বিনোদন ডেস্ক : বাংলা সিনেমার নায়করাজ রাজ্জাক এক অধ্যায়ের নাম। প্রিয় এই নায়ককে স্মরণ করে বাংলা চলচ্চিত্রকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা বললেন শাকিব খান। তিনি বলেন, রাজ্জাক আংকেল বেঁচে থাকলে আজ চলচ্চিত্র আরও অনেক দূর এগিয়ে যেত।
ঢাকাই ছবির কিংবদন্তি অভিনেতা নায়করাজ রাজ্জাককে নিয়ে শাকিব খান সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখেন, চলচ্চিত্রের এই দুঃসময়ে সত্যি আজ আপনার কথা খুব মনে পড়ছে। আপনি বেঁচে থাকলে আপনাকে সঙ্গে নিয়ে হয়তো চলচ্চিত্রকে আরও অনেক দূরে নিয়ে যেতে পারতাম এবং সব সমস্যার খুব দ্রুত সমাধান করে ফেলতাম।
কিংবদন্তি এ নায়কের শূন্যতা অনুভব করে শাকিব আরো লেখেন, ‘হে পরম শ্রদ্ধেয় ওপারে অনেক ভালো থাকেন, শান্তিতে থাকেন আমাদের নায়করাজ রাজ্জাক।
চিত্রনায়ক শাকিব খান করোনার প্রাদুর্ভাবের কারণে নিজ বাসাতেই অবস্থান করছেন। শাকিব অভিনীত বেশ কয়েকটি সিনেমা মুক্তির অপেক্ষায় আছে। এদিকে শাকিব খান নিজের প্রযোজনা থেকে ছবি নির্মাণ করার জন্য প্রি-প্রোডাকশনের কাজ করে চলছেন। করোনার প্রকোপ কেটে গেলেই সিনেমার শুটিংয়ে ফিরবেন ‘পাসওয়ার্ড’ খ্যাত এ অভিনেতা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।