ফুটওভার ব্রিজে উৎসুক জনতার ভিড়, ভেঙে পড়ার শঙ্কা
জুমবাংলা ডেস্ক : রাজধানীর নিউমার্কেটসংলগ্ন ঢাকার নিউ সুপার মার্কেটে ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ২৮টি ইউনিট। আগুনের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড়ও বেড়ে চলেছে।
Advertisement
সরেজমিনে দেখা যায়, নিউ সুপার মার্কেটের সামনে ফুটওভার ব্রিজে ভিড় করেছেন বহু মানুষ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনুরোধ মানছেন না তারা। ফলে ব্রিজটি ভেঙে পড়ার শঙ্কা দেখা দিয়েছে।
সম্প্রতি গাউছিয়া এবং নিউমার্কেটে যাতায়াতের জন্য নির্মিত ফুটওভার ব্রিজটি ঝুঁকিপূর্ণ হওয়ায় সম্প্রতি জনসাধারণের চলাচল বন্ধ করে দেয় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।
এর আগে শনিবার ভোর ৫টা ৪০ মিনিটের দিকে নিউ সুপার মার্কেটের দ্বিতীয় আগুনের সূত্রপাত হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।