নিউইয়র্কের নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি তার দায়িত্ব গ্রহণের প্রস্তুতির অংশ হিসেবে সম্পূর্ণ নারী সদস্যদের নিয়ে একটি ট্রানজিশন টিম গঠন করেছেন। দলে যোগ দিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত যোগাযোগ কৌশলবিদ জারা রহিম।
দলটি আসন্ন ১ জানুয়ারি ২০২৬ মামদানির প্রশাসন ক্ষমতা গ্রহণের আগে নীতিগত নির্দেশনা ও কার্যপরিকল্পনা নির্ধারণে সহায়তা করবে বলে জানা গেছে।
গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, ফেব্রুয়ারি ২০২৫ থেকে মামদানির জ্যেষ্ঠ উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন জারা রহিম। তিনি মায়া হান্ডা, তাসচা ভ্যান আউকেন এবং ফাইজা আলী–এর মতো অভিজ্ঞ নারীদের সঙ্গে ট্রানজিশন টিমে যোগ দিয়েছেন। এরা সবাই মামদানির ঐতিহাসিক বিজয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন।
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, নারী নেতৃত্বকেন্দ্রিক এই টিম গঠন নিউইয়র্ক সিটির ভবিষ্যৎ প্রশাসনে অন্তর্ভুক্তিমূলক ও প্রগতিশীল শাসনব্যবস্থার ইঙ্গিত বহন করে।
দক্ষিণ ফ্লোরিডায় বেড়ে ওঠা প্রথম প্রজন্মের আমেরিকান জারা রহিমের বাবা-মা আশির দশকের শুরুতে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান।
পেশাগত জীবনে রহিমের অভিজ্ঞতা বৈচিত্র্যময়। মামদানির নির্বাচনী প্রচারণায় যুক্ত হওয়ার আগে তিনি নোবেল শান্তি পুরস্কারজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূসের অধীনে ‘গ্রামীণ সেন্টার ফর সোশ্যাল বিজনেস’-এ কাজ করেছেন।
এরপর তিনি সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার ২০১২ সালের পুনঃনির্বাচনী প্রচারণায় ফ্লোরিডা রাজ্যের ডিজিটাল কনটেন্ট ডিরেক্টর হিসেবে কাজ করেন। এছাড়াও তিনি হোয়াইট হাউস অফিস অফ ডিজিটাল স্ট্র্যাটেজিতে যোগ দেন এবং সেখানে উল্লেখযোগ্য সময় কাজ করার পর বেসরকারি খাতে উবার, ভোগ ও দ্য উইংয়ে জ্যেষ্ঠ যোগাযোগ পদে দায়িত্ব পালন করেন।
এছাড়া জারা রহিম ২০১৬ সালে হিলারি ক্লিনটনের প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারণায়ও যুক্ত ছিলেন, যেখানে তার ডিজিটাল যোগাযোগ ও কৌশলগত পরিকল্পনার দক্ষতা ব্যাপক প্রশংসিত হয়েছিল।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নিউইয়র্ক সিটির ইতিহাসে প্রথমবারের মতো সম্পূর্ণ নারী নেতৃত্বে গঠিত ট্রানজিশন টিমে রহিমের অন্তর্ভুক্তি কেবল বৈচিত্র্যের প্রতীক নয়, বরং দক্ষিণ এশীয় অভিবাসী সম্প্রদায়ের রাজনৈতিক অগ্রযাত্রার এক নতুন অধ্যায় সূচনা করেছে।
সূত্র: টিবিএস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



