
জুমবাংলা ডেস্ক : নির্বাচন কমিশনের (ইসি) সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার জানিয়েছেন, ইউনিয়ন পরিষদের (ইউপি) দ্বিতীয় ধাপের নির্বাচন সুষ্ঠু হয়েছে। সহিংসতায় নিহতদের মধ্যে ভোটকেন্দ্রে কেউ মারা যায়নি।
বৃহস্পতিবার সন্ধ্যায় নির্বাচন ভবনে দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদের নির্বাচন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
৮৩৪টি ইউনিয়ন পরিষদে ভোট হয়েছে জানিয়ে ইসি সচিব বলেন, সব জেলা-উপজেলায় খোঁজ নিয়েছি। ভোটটি খুব সুন্দর হয়েছে, উৎসবমুখর হয়েছে। কোনও কোনও প্রার্থীও আমাদের কাছে এমন অভিমত ব্যক্ত করেছেন।
ছয়জন মারা গেছেন, এটি ঠিক উল্লেখ করে হুমায়ুন কবীর খোন্দকার বলেন, নিহতদের কেউ ভোটকেন্দ্রে মারা যায়নি। প্রার্থীদের মধ্যেই ধাওয়া-পাল্টা ধাওয়া, তাদের মধ্যেই সহিংসতা হয়েছে, সেখানেই তারা মারা গেছে। এটির জন্য কমিশন ব্যথিত।
প্রসঙ্গত, ব্যাপক সংঘর্ষ, প্রাণহানি ও ভোটকেন্দ্র দখলের মধ্যে দিয়ে শেষ হয়েছে দ্বিতীয় ধাপের ৮৩৫ ইউনিয়ন পরিষদের (ইউপি) ভোটগ্রহণ। নির্বাচনী সহিংসতায় এখন পর্যন্ত ছয়জন নিহতের খবর পাওয়া গেছে। আহত হয়েছেন শতাধিক।
বৃহস্পতিবার সকাল ৮টা থেকে একটানা বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। ভোটগ্রহণ শুরুর আগে ও ভোট চলাকালে চট্টগ্রামে ১, নরসিংদী ৩, কুমিল্লায় ১ ও কক্সবাজারে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


