নিষেধাজ্ঞার কবলে নেইমার ও রামোস

নেইমার ও রামোস

স্পোর্টস ডেস্ক : লাল কার্ড পিছু ছাড়ছে না সার্জিও রামোসের। ফরাসি ক্লাব পিএসজির জার্সিতে দ্বিতীয় লাল কার্ডও দেখেছেন স্প্যানিশ এই ডিফেন্ডার। রবিবার (৯ অক্টোবর) রেনেসের বিপক্ষে লিগ ওয়ানের ম্যাচে রেফারির সাথে তর্কে জড়িয়ে দ্বিতীয় হলুদ কার্ড দেখে রামোস মাঠ ছাড়েন। সব মিলিয়ে এটি রামোসের ক্যারিয়ারে ২৮তম লাল কার্ড।
নেইমার ও রামোস
রেনেসের বিরুদ্ধে এই লাল কার্ডের জন্য লিগ ওয়ানের শৃঙ্খলা কমিটি তিন ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে সার্জিও রামোসকে। তবে নিয়ম অনুযায়ী এক ম্যাচের নিষেধাজ্ঞা স্থগিত থাকবে। পিএসজি জানিয়েছে, নিষেধাজ্ঞার কারণে মার্সেই ও আজাসিওর বিপক্ষে খেলতে পারবেন না রামোস। তবে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে খেলতে পারেন তিনি।

এদিকে পিএসজির আরেক তারকা নেইমারও নিষেধাজ্ঞায় পড়েছেন। গত ১০ ম্যাচে তৃতীয় হলুদ কার্ডের জন্য এক ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন ব্রাজিলিয়ান তারকা। রামোস যেদিন লাল কার্ড পেয়েছিলেন সেদিনই হলুদ কার্ড দেখেন নেইমার। ফলে একটি ম্যাচ খেলতে পারবেন না তিনি।

পাকিস্তানের কাছে বাংলাদেশের হারে যা বললেন মুশফিক