নীলফামারী প্রতিনিধি: নীলফামারী জেলা প্রশাসক কার্যালয়ে স্কিল ডেভেলপমেন্ট সেন্টার (দক্ষতা উন্নয়ন কেন্দ্র) উদ্বোধন করা হয়েছে।
আজ রবিবার (২৯ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের দ্বিতীয় তলায় ফিতা কেটে ও ফলক উন্মোচন করে এর উদ্বোধন করেন রংপুর বিভাগীয় কমিশনার কে এম তারিকুল ইসলাম।
পরে নতুন এই কেন্দ্রে ‘ভূমি ব্যবস্থাপনায় ইনফরমেশন টেকনোলজি প্রয়োগে সক্ষমতা বৃদ্ধি’ বিষয়ক দিনব্যাপী কর্মশালায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী।
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আব্দুল মোত্তালেব সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজাহারুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) খন্দকার নাহিদ হাসান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মির্জা মুরাদ হাসান বেগ, সদর উপজেলা নির্বাহী এলিনা আকতার, জলঢাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজা-উদ-দৌলা, সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসিম আহমেদ, ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা শবনম, ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়শ্রী রায় ও কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন। কর্মশালায় উপজেলা ভুমি অফিস ও ইউনিয়ন ভূমি অফিসের ৪০ জন অংশগ্রহণ করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।