নীলফামারী প্রতিনিধি: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী মুজিব বর্ষ উদযাপনের অংশ হিসেবে নীলফামারীতে ১৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ১৩টি ভালো কাজ উপহার দিয়েছে।
মঙ্গলবার বিকালে শিল্পকলা অডিটোরিয়ামে বিজয় দিবসের আলোচনা সভায় এসব ভালো কাজের উপকরণ সুবিধাভোগীদের হাতে তুলে দেন সংসদ সদস্য আসাদুজ্জামান নুর।
সদর উপজেলা আওয়ামী লীগ আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সভাপতি আবুজার রহমান।
বিশেষ অতিথি হিসেবে জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মমতাজুল হক, নীলফামারী সরকারী কলেজের অধ্যক্ষ দেবী প্রসাদ রায় ও নীলফামারী সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ দিদারুল ইসলাম বক্তব্য দেন।
অনুষ্ঠান স ালনা করেন সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াদুদ রহমান।
অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আমজাদ হোসেন কলেজ পাড়া জামে মসজিদে ৫টি কুরআন শরীফ প্রদান, শহরের আট নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি দেওয়ান বিপ্লব আহমেদ একজন শিক্ষার্থীকে একটি বাইসাইকেল প্রদান, জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক ইসরাত জাহান পল্লবী দুইজন সুবিধা বি ত নারীকে দুটি সেলাই মেশিন প্রদান, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক জ্যোর্তিময় খোকন দুইজন বয়স্ক ও বেকার ব্যক্তির কর্মসংস্থান, জেলা ছাত্রলীগের সাবেক উপ-সমাজ সেবা বিষয়ক সম্পাদক স্বপন মিয়া টিটিসির ১১জন কর্মচারীকে সোয়েটার বিতরণ, ভিশন ২০২১ এর সোনারায় ইউনিয়ন সংগঠক মনিরুজ্জামান মানিক ইউনিয়নের প্রতিটি বিদ্যালয়ে বাগান নির্মাণ, ভিশন ২০২১ এর রামনগর ইউনিয়ন সংগঠন সুজানুর রহমান সুজা সুবিধা বি ত ৮০টি শিশুকে কম্বল বিতরণ, জেলা পরিষদের সদস্য শিউলি আক্তার দশজন নারীকে শাড়ি প্রদান, চড়াইখোলা ইউনিয়নের মুরাদ হোসেন ইউনিয়নের প্রত্যেকটি বিদ্যালয়ের কর্মচারীকে শীতবস্ত্র বিতরণ, গোড়গ্রাম ইউনিয়নের ‘এসো সমাজ গড়ি’ সংগঠনের উদ্যোগে ২’শ জনের মাঝে শীতবস্ত্র বিতরণ, লক্ষ্মীচাপ ইউনিয়ন আওয়ামীলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক ননী গোপাল এর উদ্যোগে গরীব ও মেধাবী ছাত্র ছাত্রীদের মাঝে ইউনিফর্ম বিতরণ, জেলা মহিলা আওয়ামীলীগের সদস্য ফারহানা আফরোজ তানি দুই জন শিক্ষার্থীর এক বছরের খরচ বহন এবং নীলফামারী পৌর যুবলীগের সাধারণ সম্পাদক হোসেইন খান মানিকের উদ্যোগে হাসিনা এ্যান্ড ডটারস টেল ডকুমেন্টরী প্রদর্শণ কর্মসুচীর উদ্বোধন করেন প্রধান অতিথি।
সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াদুদ রহমান বলেন, এটি উপজেলা আওয়ামী লীগের সফল প্রয়াশ। দায়িত্ব নেওয়ার পর থেকে আমরা চেষ্টা করে যাচ্ছিলাম মুজিব বর্ষ ঘিরে ভালো কাজ করার উদ্যোগ। সেটি করতে পেরেছি। আরো করার ইচ্ছে রয়েছে, সেটি পারবো নিশ্চয়।
অনুষ্ঠানে বঙ্গবন্ধুর সংক্ষিপ্ত জীবনী বিতরণ করা হয় আগতদের মাঝে। সদর উপজেলা আওয়ামী লীগের আওতায় বিভিন্ন ইউনিয়ন নেতারা অংশগ্রহণ করেন এতে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।