কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর কিশোরগঞ্জে আজ (২০ আগস্ট) দিনব্যাপী ‘অংশগ্রহণমূলক পদ্ধতির মাধ্যমে আইসিটি সাক্ষরতার উন্নতি : বাংলাদেশে এলজিএসপির অধীনে মানবসম্পদ উন্নয়ন’ শীর্ষক গবেষণা প্রকল্পের একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোছা. রোকসানা বেগমের সভাপতিত্বে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক (উপসচিব) মোঃ সিদ্দিকুর রহমান। আলোচক হিসেবে ছিলেন বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের উপ-পরিচালক ড. মোঃ মশিউর রহমান, বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের গবেষণা কর্মকর্তা মোহাম্মদ মামুন, বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের গবেষণা কর্মকর্তা মোঃ মিজানুর রহমান।
কর্মশালায় ৩টি গ্রুপে ভাগ হয়ে ‘ফোকাস গ্রুপ ডিসকাশনে’ অংশগ্রহণ করে উপজেলার সুশীল সমাজ (শিক্ষক, সাংবাদিক), সরকারি কর্মকর্তা, কর্মচারী ও জনপ্রতিনিধিরা।
বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের সার্বিক সহযোগিতায় এটির আয়োজন করে উপজেলা প্রশাসন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।