স্পোর্টস ডেস্ক: আর্জেন্টাইন ফুটবলের জাদুকর লিওনেল মেসি এখন ব্রাজিলে। ঘুরতে নয় অবশ্যই। বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ খেলতে গেছেন সেখানে।
মাত্র ২ মাস আগেই ব্রাজিলের মাঠে দুর্দান্ত দাপট দেখিয়েছেন মেসি। জয় করলেন কোপা আমেরিকার শিরোপা। সেই সুখকর স্মৃতির আনন্দ এখনও লেগে আছে চোখে-মুখে।
আর এরইমধ্যে ফের ব্রাজিলে পা রাখলেন মেসি।
শনিবার স্থানীয় সময় সকাল সাড়ে নয়টার দিকে ব্রাজিলে পৌঁছায় টিম আর্জেন্টিনা। সকালে বিশ্রাম নিয়ে বিকেলেই অনুশীলনে নামে মেসির দল।
এর আগের দিনে ভেনেজুয়েলার বিপক্ষে ৩-১ গোলের দারুণ জয় পায় আলবিসেলেস্তেরা। ভেনেজুয়েলা থেকে সরাসরি ব্রাজিলে গেছেন মেসিরা।
ASÍ ESTÁ MESSI DESPUÉS DEL PATADÓN CRIMINAL
El capitán de la Selección, que sufrió una herida superficial por el planchazo de Martínez, llegó a San Pablo con el plantel para descansar y estar listo para el duelo del domingo vs. Brasil. pic.twitter.com/TsVwICbnTV
— TyC Sports (@TyCSports) September 3, 2021
আগামী রোববার বাংলাদেশ সময় দিনগত রাত ১টায় দেখা মিলবে ব্রাজিল-আর্জেন্টিনার ফুটবল মহাদ্বৈরথের।
দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে দারুণ সময় কাটছে ব্রাজিলের। এখন পর্যন্ত সাত ম্যাচ খেলে সবকয়টিতে জয় পেয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে তিতের দল। এখন পর্যন্ত খেলা ম্যাচগুলোতে তারা গোল দিয়েছে ১৭টি, হজম করেছে মাত্র ২টি।
সেই ব্রাজিলের বিপক্ষে ফের জয় পেতে ঘাম ঝরানোর পাশাপাশি ভাগ্যও সহায় হতে হবে মেসিদের।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।