স্পোর্টস ডেস্ক:
পেরু বাধা পেরিয়ে টানা দ্বিতীয়বার কোপার ফাইনালে ব্রাজিল। তাই হোটেলে নেচে-গেয়ে উৎসব করেন নেইমাররা।
টানা দ্বিতীয়বারের মতো কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিল। শিরোপা জেতার পথে আর মাত্র একটি ম্যাচ। তার আগেই বাঁধভাঙা উল্লাস মেতেছে দলের সদস্যরা। পেরুর বিপক্ষে সেমিফাইনাল জিতে উচ্ছ্বাসে ফেটে পড়েন নেইমাররা। হোটেলে নেচে-গেয়ে উৎসব করেন তারা। টুইটারে এমন একটি ভিডিও ছড়িয়ে পড়েছে।
সেলেসাওরা পেরু বাধা পেরিয়েছে ১-০ গোলের ব্যবধানে। ম্যাচ জয়ের নায়ক লুকাস পাকুয়েতা। তবে তাতে ছিল নেইমারের অবদানও। আর তাই উৎসব উদযাপনেও নেইমার মধ্যমণি। সতীর্থদের সঙ্গে গান গেয়ে, নেচে নেচে জয় উদযাপন করেন তিনি।
ভিডিওতে দেখা যায়, নাচ-গানে মাতোয়ারা নেইমার। সঙ্গী হয়েছেন সতীর্থরাও। পরে এই ভিডিও আর ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ারও করেন তারা।
চলতি আসরে দারুণ ছন্দে আছেন নেইমার। পাঁচ ম্যাচ খেলে করেছেন দুটি গোল। আর তিনটি গোলে অ্যাসিস্ট করেছেন। ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন তিন ম্যাচে।
এদিকে পেরুর বিপক্ষে জয়ের পর সংবাদমাধ্যমকে নেইমার জানান, ফাইনালে ব্রাজিল-আর্জেন্টিনা দ্বৈরথ দেখতে চান তিনি।
ব্রাজিল এরইমধ্যে ফাইনালের মঞ্চে। কলম্বিয়া বাধা পেরিয়ে স্বপ্নের ফাইনাল দ্বৈরথ জমিয়ে তুলতে পারে কিনা আলবেসেলেস্তেরা, সেটিই দেখার অপেক্ষায় ফুটবলপ্রেমীরা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



