নৈরাজ্য ও বিশৃঙ্খলাকে ‘সবচেয়ে বড় শত্রু’ হিসেবে দেখছেন ড. ইউনূস

জুমবাংলা ডেস্ক : অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্ব দিতে দেশে ফিরেই নোবেলবিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আইনশৃঙ্খলা ফিরিয়ে আনাই এখন অগ্রাধিকার।

বৃহস্পতিবার (৮ আগস্ট) বিকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে সেখানে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

এসময় নৈরাজ্য ও বিশৃঙ্খলাকে ‘সবচেয়ে বড় শত্রু’ হিসেবে উল্লেখ করেন ড. ইউনূস।

এদিন দুপুর ২টা ১০ মিনিটে ড. ইউনূসকে বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিমানবন্দরে নোবেলবিজয়ী এই অধ্যাপককে স্বাগত জানান সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান ও নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।

এ ছাড়াও অধ্যাপক ড. আসিফ নজরুল, ইউনূস সেন্টারের নির্বাহী পরিচালক লামিয়া মোরশেদ এবং ছাত্র প্রতিনিধিরাও বিমানবন্দরে ছিলেন।

প্যারিসে অলিম্পিকের আয়োজনে অংশ নিতে ফ্রান্সে অবস্থান করছিলেন ড. ইউনূস। সেখান থেকে ঢাকার উদ্দেশে রওনা দেওয়ার আগে তিনি সংকটকালে দেশের জনগণকে শান্ত থাকার আহ্বান জানান।

উল্লেখ্য, শেখ হাসিনা সরকারের পতনের পর সামরিক কর্মকর্তা, নাগরিক সমাজের নেতা এবং আন্দোলনকারী শিক্ষার্থীদের মধ্যে আলোচনার পর ড. ইউনূসকে অন্তর্বর্তীকালীন নেতা হিসেবে ঘোষণা করা হয়।

বৃহস্পতিবার (৮ আগস্ট) রাতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাকে শপথ বাক্য পাঠ করাবেন।

সোমবার আন্দোলনরত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তাদের ও অন্যান্য সবাইকে শান্ত থাকার আহ্বান জানান ড. ইউনূস।-ইউএনবি

ইসলামী ব্যাংকে সর্ববৃহৎ ঋণ জালিয়াতি, ৩৪০০ কোটি টাকা এস আলমের পকেটে