নিজস্ব প্রতিবেদক: পুলিশ অধিদপ্তর, ঢাকা’র সহকারী পুলিশ মহাপরিদর্শক (এআইজি) মোঃ শহীদুল ইসলামকে নোয়াখালী জেলার পুলিশ সুপার (এসপি) হিসেবে বদলি করা হয়েছে।
আজ (১১ জুলাই) সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে তাকে এসপি হিসেবে পদায়ন করা হয়। একই সঙ্গে নোয়াখালীর এসপি আলমগীর হোসেনকে বাংলাদেশ পুলিশের বিশেষ শাখার (এসবি) পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।
বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশনের নবনির্বাচিত যুগ্ম সম্পাদক মোঃ শহীদুল ইসলাম পুলিশ অধিদপ্তরের এআইজি হিসেবে বদলি হওয়ার আগে পুলিশ অফিসার্স মেসের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।
রংপুর জেলার এ কৃতি সন্তান বর্তমানে রংপুর বিভাগ সমিতি, ঢাকা’র দপ্তর সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন। বিসিএস (পুলিশ) ক্যাডারের ২৫ তম ব্যাচের কর্মকর্তা শহীদুল ইসলাম বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



