জুমবাংলা ডেস্ক: কুড়িগ্রাম সদর উপজেলার ভোগডাঙা ইউনিয়নে কাচিচরে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলার ভোগডাঙা কুরিয়ার বাজার ছড়ার পাড়ে এ নৌকাবাইচ অনুষ্ঠিত হয়।
ঐতিহ্যবাহী এ খেলায় অংশগ্রহণ করে প্রথম স্থান অধিকার করেন হলোখানা পিকড়ার খাট নামের দশের দোয়া ভাই ভাই। দ্বিতীয় হন জামালপুর জেলার গাজি সৈনিক ও তৃতীয় স্থান অধিকার করে কুড়িগ্রাম জেলার বড়াইবাড়ি এলাকার সৌদি প্রবাসী নামের নৌকা।
ঐতিহ্যবাহী এ প্রতিযোগিতা উপভোগ করতে দূর দূরান্ত থেকে হাজারও নারী-পুরুষ ও শিশু কিশোরসহ সর্বস্তরের লোকজন ভিড় করেন। এছাড়া, নৌকা খেলাকে ঘিরে বসে হরেক রকমের অস্থায়ী দোকান। এই নৌকাবাইচ প্রতিযোগিতায় বিভিন্ন উপজেলার ছোট বড় মিলে ১৬টি নৌকা অংশগ্রহণ করে।
পাঁচ দিনব্যাপী এ খেলায় অংশগ্রহণ করেন কুড়িগ্রাম সদরের পাঁচগাছী ইউনিয়নের সাত ভাই এন্টারপ্রাইজ ও ভাই ভাই এন্টারপ্রাইজ, ফুলবাড়ি উপজেলার বাংলা বাজার এন্টারপ্রাইজ, দশ বন্ধু, মামা ভাগ্নে, হলোখানা ইউনিয়নের দশের দোয়া ও একতা, গাজী সৈনিক, তরীসহ আরও অনেক নৌকা।
প্রথম পুরস্কার হিসাবে দেওয়া হয় একটি মোটরসাইকেল ও দ্বিতীয় পুরস্কার একটি গরু ও তৃতীয় পুরস্কার হিসেবে একটি বাইসাইকেল দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী পাভেল রহমান, নৌকাবাইচ খেলার আয়োজক কমিটির সভাপতি, মো. পাতান ব্যাপারীসহ আয়োজক কমিটি ও অনান্য ব্যক্তিবর্গ।
নৌকা বাইচ দেখতে আসা জামাল উদ্দিন, আমিনুল ইসরাম ও আইয়ুব আলী বলেন, দীর্ঘ ৭ বছর পর নৌকাবাইচ দেখলাম। হাজার হাজার মানুষ খেলা দেখতে এসেছে । আমরা চাই, প্রতি বছর এই নৌকাবাইচ হোক। গ্রাম বাংলার অতীত ঐতিহ্য আবার ফিরে আসুক।
আয়োজক কমিটির সভাপতি মো. পাতান ব্যাপারী বলেন, গ্রাম বাংলার অতীত ঐতিহ্যকে ধরে রাখতে আমরা স্থানীয় লোকজন মিলে নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন করেছি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।