জুমবাংলা ডেস্ক : বগুড়ার আদমদীঘিতে ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থীর শোভাযাত্রায় অংশ নিতে গিয়ে পিকআপের ধাক্কায় এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন।
রোববার দুপুরে উপজেলার চাঁপাপুর-বিহিগ্রাম সড়কের ঝাকইর মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম নিতীশ চন্দ্র মাঝি (৪২)। তিনি উপজেলার চাঁপাপুর ইউনিয়নের কামারপুকুর গ্রামের যতিষ্টি মাঝির ছেলে।
চাঁপাপুর ইউপি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী সামছুল হকের সমর্থনে বের করা শোভাযাত্রায় এ ঘটনা ঘটে। দুর্ঘটনার পর স্থানীয় জনগণ ট্রাকটি আটক করে ভাঙচুর করলেও চালক পালিয়ে গেছেন।
জানা গেছে, ৫ জানুয়ারি চাঁপাপুর ইউপি নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী সামছুল হকের সমর্থনে রবিবার দুপুরে দুই শতাধিক মোটরসাইকেলের শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি চাঁপাপুর বাজার থেকে বিহিগ্রাম হাটখোলা অভিমুখে যাচ্ছিল। ঝাকইর তিনমাথা মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মাহিন ফুড প্রোডাক্টের একটি মিনি ট্রাক নিতীশ চন্দ্রের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এ সময় মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে নিতীশ চন্দ্র চাকার নিচে পিষ্ট হন।
এ বিষয়ে চেয়ারম্যান প্রার্থী সামছুল হক বলেন, এটি একটা দুর্ঘটনা। মোটরসাইকেল শোভাযাত্রা আচরণবিধির লঙ্ঘন হলেও কর্মী-সমর্থকদের চাপে এসবের আয়োজন বাধ্য হয়ে করতে হয়। এ ছাড়া প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা আগে শোভাযাত্রা করায় তাকে এই অয়োজন করতে হয়েছে। তবে কর্মীর মৃত্যু তাকেও মর্মাহত করেছে।
আদমদীঘি থানার ওসি জালাল উদ্দীন বলেন, এ ঘটনায় থানায় নিহত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না পাওয়ায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ট্রাকের চালক পলাতক থাকায় ট্রাকটি থানা হেফাজতে নেয়া হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।