জুমবাংলা ডেস্ক : নড়াইলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু‘পক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। রোববার (২৫ জুলাই) বিকেলে লোহাগড়া উপজেলার সরুশুনা গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, আধিপত্য বিস্তার নিয়ে লাহুড়িয়া ইউনিয়নের সরুশুনা গ্রামের গোলজার শেখ ও গোলাম রসুলের বিরোধ দীর্ঘদিনের। এই বিরোধকে কেন্দ্র করে গত কয়েকদিন যাবৎ দু‘পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। চলমান উত্তেজনার এক পর্যায়ে রোববার বিকেলে উভয়পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়।
আহতদের উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসকের পরামর্শে তাদের মধ্যে গুরুতর আহত ৪ জনকে নড়াইল সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। এদের মধ্যে মুক্ত নামে এক যুবককে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নড়াইল পুলিশ সুপার প্রবীর কুমার রায় জানান, অভিযান চালিয়ে সংঘর্ষে জড়িত ১৫ জনকে আটক করেছে পুলিশ। অন্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।