জুমবাংলা ডেস্ক : বরিশালের বানারীপাড়া উপজেলার কদমবাড়ী গ্রামে পটকা মাছ দিয়ে ভাত খাওয়ার পরে দুই জেলের মৃত্যুর খবর পাওয়া গেছে। সোমবার (১৪ মার্চ) দুপুরে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে রবি বিশ্বাসের মৃত্যু হয়।
এছাড়া এ হাসপাতালে আনার পথে সুশীল দাস (৫০) নামের আরো এক জেলের মৃত্যু হয়েছে।
রবি’র ভাই মনি বিশ্বাস বলেন, প্রতিদিনের মতো সোমবার নদীতে মাছ ধরতে যায় রবিসহ অন্য জেলেরা। এসময় রবি নৌকায় বসে পটকা মাছ দিয়ে ভাত খায়। হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। রবির লাশ ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
বিকেলে বিষয়টি নিশ্চিত করে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. এস এম মনিরুজ্জামান বলেন, পটকা একটি বিষাক্ত মাছ। এই মাছ খেলে বিষক্রিয়া হতে পারে আর তাতেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ময়না তদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
এদিকে, এ ঘটনায় একই গ্রামের সুশীল দাস (৫০) নামের আরো এক জেলেকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে আনার পথে মারা যায়। তার লাশ কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. মামুন হাসান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।