স্পোর্টস ডেস্ক: চট্টগ্রামে বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ৩০৭ রানের জবাবে ব্যাট করছে আফগানিস্তান। ৩০৭ রানের লক্ষ্য। নিশ্চয় আফগানদের সামনে অনেক বড় একটি লক্ষ্য। ওভারপ্রতি দশের কাছাকাছি রান চাই আফগানিস্তানের। উইকেটে ছিলেন বিশ্বজুড়ে টি-টোয়েন্টি লিগে খেলে বেড়ানো মোহাম্মদ নবী ও রশিদ খান। আফগানদের জয়টা তখনো অসম্ভব ছিল না তাই। তবে এবার দুই পথের কাঁটার একজনকে তুলে নিলেন মেহেদি হাসান মিরাজ। মোহাম্মদ নবীকে ফেরালেন তিনি। তাতে জয়টা আরও কাছে চলে এসেছে বাংলাদেশের।
ইনিংসের ৩৮তম ওভার করতে আসা মিরাজ বলটা ফেলেছিলেন অফ স্টাম্পের একটু বাইরে, দিয়েছিলেন একটু ফ্লাইট। সেটাই জায়গা বানিয়ে লং অফ দিয়ে সীমানার বাইরে আছড়ে ফেলতে চেয়েছিলেন নবী।
তবে তার সে পরিকল্পনা বাস্তবায়িত হয়নি। সীমানা দড়ি ছাড়াতে পারেননি। ধরা পড়েছেন বাউন্ডারি লাইনে থাকা আফিফ হোসেনের হাতে। সঙ্গে সঙ্গে শেষ হয়েছে ৪০ বলে ৩টি চারে সাজানো ৩২ রানের ইনিংস। তাতে আপাতদৃষ্টিতে আফগানদের সিরিজে ফেরার আশাটাও ক্ষীণ মনে হচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।