নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : দীর্ঘ ছয় বছর পর গাজীপুরে আলোচিত ঝুট ব্যবসায়ী আরিফ হত্যার রহস্য উদঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। পরকীয়ার জেরে আরিফের গোপনাঙ্গ কেটে হত্যা করা হয়েছে বলে স্বীকারোক্তিতে জানিয়েছেন তারা।
মঙ্গলবার দুপুরে গাজীপুর পিবিআই কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার মাকছুদের রহমান।
গ্রেফতাররা হলেন- সাইদুর রহমান সরকার, মোমিরুল ইসলাম ও শরীফ দেওয়ান। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অন্য আসামিদের ধরতেও অভিযান চলছে বলে জানিয়েছে পিবিআই।
পুলিশ সুপার মাকছুদের রহমান জানান, ২০১৫ সালের ডিসেম্বরে পরকীয়া ও জমি সংক্রান্ত জেরে ঝুট বিক্রির কথা বলে আরিফকে ডেকে নেয়া হয়। পরে গলা ও গোপনাঙ্গ কেটে নির্মমভাবে তাকে হত্যা করেন গ্রেফতাররা।
কাশিমপুরের সুরাবাড়ি ওসমানের বাড়িতে ভাড়া থেকে বাড়িওয়ালার স্ত্রীর সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন আরিফ। বিষয়টি জানাজানি হলে গ্রেফতারদের নিয়ে আরিফকে হত্যা করে বাঁশঝাড়ে লাশ ফেলে রাখেন বাড়িওয়ালার স্ত্রী। লাশ উদ্ধারের পর তিন বছরেও হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করতে পারেনি পুলিশ। পরে হত্যার রহস্য উদঘাটন করে পিবিআই।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।