জুমবাংলা ডেস্ক: নির্বাচনে পরাজয়ের কষ্ট সহ্য করতে না পেরে হার্ট অ্যাটাকে মারা গেছেন নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বাকলজোড়া ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মো. হাবিবুর রহমান।
সোমবার (২৯ নভেম্বর) দুপুরে হার্ট অ্যাটাকে মৃত্যু হয় তাঁর।
রবিবার (২৮ নভেম্বর) ওই ইউনিয়নের নির্বাচন হয়। এতে চেয়ারম্যান পদে মো. হাবিবুর রহমানসহ মোট চারজন প্রতিদ্বন্দ্বিতা করেন। আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো. ইয়াকুব আলী তালুকদার নির্বাচনে জয়লাভ করেন। হাবিবুর রহমান আনারস প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেন।
হাবিবুর চেয়ারম্যান পদে বাকলজোড়া ইউনিয়নে ৩ হাজার ৩০০ ভোট পেয়েছেন বলে জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল লাতিফ শেখ জানান।
দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা তানজিরুল ইসরাম রায়হান জানান, হাবিবুর রহমান ‘হৃদরোগে আক্রান্ত’ হয়ে মারা গেছেন। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।