আন্তর্জাতিক ডেস্ক : শিক্ষার্থীদের পরীক্ষায় খারাপ ফলাফলের জন্য ফেসবুক ও ইন্টারনেটকে দায়ী করেছেন মাল্টার শিক্ষকরা। দেশটির সেকেন্ডারি এডুকেশন সার্টিফিকেট পরীক্ষায় তরুণ শিক্ষার্থীরা নম্বর কম পাওয়ায় সেখানে উদ্বেগের তৈরি হয়েছে।
মাল্টার পরীক্ষকরা বলছেন, ফেসবুকের চ্যাটিংয়ে ব্যবহৃত শব্দ পরীক্ষার খাতায় লিখছেন সে দেশের শিক্ষার্থীরা। ফলে বানান ভুলের কারণে নম্বর কমছে শিক্ষার্থীদের। বিশেষ করে কথ্য ভাষা নিজের মতো করে বানান করে পরীক্ষার খাতায় লেখা উদ্বেগজনক। খবর টাইমস অব ইন্ডিয়ার
২০১৯ সালে মে মাসের ৩ হাজার ৮শ ৮৫ জন শিক্ষার্থীর ফলাফল সম্প্রতি মূল্যায়ন করেছেন শিক্ষকরা। যদিও দুই তৃতীয়াংশ উচ্চ গ্রেড পেয়েছেন কিন্তু তাদের পরীক্ষার খাতায় ফেসবুকের ভাষায় লেখা কিছু ভুল বানান উদ্বেগ বাড়িয়েছে।
পরীক্ষার প্রশ্নের উত্তরে শিক্ষার্থীদের লিখতে বলা হয়েছিল ‘Mother’s Day Hospital’ কিন্তু সেখানে তারা লিখেছে ‘Mater Dei Hospital’। দেশটিতে ফেসবুকে এভাবে বিভিন্ন শব্দের বানান লেখেন ব্যবহারকারীরা।
মাল্টার একজন পরীক্ষক বলেছেন, উচ্চশিক্ষার জন্য শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম করতে হবে এবং সোশ্যাল মিডিয়ার এ ধরনের প্রভাব থেকে তাদের দূরে রাখতে হবে। ফেসবুকের ভাষা পরীক্ষার খাতায় কখনো গ্রহণযোগ্য নয়।
Own the headlines. Follow now- Zoom Bangla Google News, Twitter(X), Facebook, Telegram and Subscribe to Our Youtube Channel