শুক্রবার অনলাইনে সাংবাদিক সম্মেলনে তিনি এ কথা জানান।
করোনাভাইরাসকে শতাব্দীর সবচেয়ে বড় বিপর্যয় উল্লেখ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, এই রোগ থেকে বাঁচতে সবাইকে কড়া নিয়ম ও স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। অনেক জায়গাতেই মানুষ নিয়ম মানছেন না, তাই করোনা দ্রুত ছড়াচ্ছে। ফলে ৬-৮ ফুট সামাজিক দূরত্ব বজায় রাখা আবশ্যিক। রাজ্যের সব মানুষকেই এটা মেনে চলতে হবে বলে কঠোর ভাষায় জানান মুখ্যমন্ত্রী।
পাশাপাশি মাস্ক, স্যানিটাইজেশন ও হাত ধোয়ার ওপর জোর দেন মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে সবধরনের সাবধানতা অবলম্বন করতে হবে বলেও জানান তিনি।
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, মন্দির-মসজিদ খুললেও কোনো জমায়েত করা যাবে না। ভেতরে একবারে ১০ জনের বেশি ঢোকা যাবে না। এর অন্যথা হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তবে ধর্মীয় স্থানে কোনো জমায়েত বা অনুষ্ঠান করা যাবে না। পাশাপাশি প্রবেশ পথে ধর্মস্থানগুলোর কর্তৃপক্ষকেইই স্যানিটাইজারের ব্যবস্থা করতে হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।