স্পোর্টস ডেস্ক: সেমিফাইনাল খেলতে মাঠে নামার আগে দুইদিন হাসপাতালের আইসিইউতে ছিলেন মোহম্মদ রিজওয়ান। দেশের প্রতি দায়বদ্ধতা থেকেই খেলতে নামেন তিনি। অসুস্থ শরীরে দেশের জার্সি পরে বিশ্ব জয়ের স্বপ্ন দেখেছিলেন এই পাক ওপেনার।
ওপেন করতে নেমে ৫২ বলে ৬৭ রানের নির্ভরযোগ্য এক ইনিংসও খেলে ফেলেন তিনি। যে কারণে দল হারলেও, বিশ্বের কোটি কোটি ক্রিকেটপ্রেমীর মন জয় করলেন রিজওয়ান।
বুধবারই জানা গিয়েছিল, রিজওয়ান এবং শোয়েব মালিক ফ্লু’তে আক্রান্ত। যে কারণে তারা বুধবার অনুশীলনও করেননি। তবে দুই ক্রিকেটারই বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলেছেন। যদিও সেমিফাইনালে হেরে বিশ্বকাপ থেকেই ছিটকে যেতে হয়েছে পাকিস্তানকে। তবে রিজওয়ানের দায়বদ্ধতাকে কুর্নিশ জানাচ্ছে ক্রিকেট বিশ্ব।
রিজওয়ানের হাসপাতালের বেডে শুয়ে থাকার একটি ছবি সামজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে পাকিস্তানের সাবেক তারকা পেসার শোয়েব আখতার লেখেন, ‘ভাবা যায়, হাসপাতালের বেডে শুয়ে থাকা মানুষটাই আজ তার দেশের জার্সিতে খেলেছে এবং সেরাটা দিয়েছে। তার জন্য অনেক সম্মান রইল।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।